আমলাগোড়ায় প্রতিবাদ মঞ্চ গ্রামবাদীদের

গড়বেতার আমলাগোড়া গ্রামে নির্দল প্রার্থীর ভাইয়ের খুনের বিচার চেয়ে প্রতিবাদ মঞ্চ গড়লেন গ্রামবাসীরা। বিচারের জন্য প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে যেতে প্রস্তুত তাঁরা। প্রথম দফা পঞ্চায়েত নির্বাচনের ঠিক পরেই অপহরণ করে খুন করা হয় গ্রাম পঞ্চায়েতে জয়ী নির্দল প্রার্থী নিমাই দুলের ভাই গণেশ দুলেকে।  তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে  খুনের অভিযোগ ওঠে। তৃণমূল কংগ্রেস ছেড়ে এবার ভোটে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নিমাই দুলে।

Updated By: Aug 5, 2013, 06:20 PM IST

গড়বেতার আমলাগোড়া গ্রামে নির্দল প্রার্থীর ভাইয়ের খুনের বিচার চেয়ে প্রতিবাদ মঞ্চ গড়লেন গ্রামবাসীরা। বিচারের জন্য প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে যেতে প্রস্তুত তাঁরা। প্রথম দফা পঞ্চায়েত নির্বাচনের ঠিক পরেই অপহরণ করে খুন করা হয় গ্রাম পঞ্চায়েতে জয়ী নির্দল প্রার্থী নিমাই দুলের ভাই গণেশ দুলেকে।  তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে  খুনের অভিযোগ ওঠে। তৃণমূল কংগ্রেস ছেড়ে এবার ভোটে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নিমাই দুলে।
গ্রামবাসীদের অভিযোগ, ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে পুলিস প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। প্রতিরাতেই নিহতের বাড়িতে হুমকি দিচ্ছে তারা। এই পরিস্থিতিতে অভিযুক্তদের শাস্তির দাবিতে পথে নেমেছেন গ্রামের সাধারণ মানুষ। রবিবার গ্রামে প্রতিবাদ মিছিল করেন তাঁরা। প্রয়োজনে, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মুখ্যমন্ত্রী, রাজ্যপালের কাছেও আবেদন জানাবেন  গ্রামের মানুষ।

.