রাজারহাটের ডিরোজিও কলেজে ব্যাপক ভাঙচুর
সিন্ডিকেট-ধরপাকড়ের মধ্যেই ফের প্রকাশ্যে শাসকদলের কোন্দল। ফের শিক্ষাঙ্গনে তাণ্ডব। রাজারহাটের ডিরোজিও কলেজে ব্যাপক ভাঙচুর । আজ ছাত্রসংসদের দখল নিতে আসে ডাম্পি ঘনিষ্ঠ এক পক্ষ। সেসময়ে ঘটনাস্থলেই ছিলেন কাউন্সিলর অনুগামী অন্য একটি দল। জিএস বনাম প্রাক্তন জিএসের লড়াইয়ে রণক্ষেত্র হয়ে ওঠে গোটা কলেজ চত্বর। হামলা-পাল্টা হামলায় উত্তপ্ত ক্যাম্পাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেধড়ক লাঠিচার্জ করে পুলিস।
Updated By: Jul 18, 2016, 04:11 PM IST
