নতুন কমিশন দাবি করে মুখ্যমন্ত্রীতে আনাস্থা প্রকাশ গুরুংয়ের

জিটিএতে তরাই-ডুয়ার্সের পাঁচটি মৌজার অন্তর্ভুক্তি নিয়ে সরকারের বিরুদ্ধে তোপ দাগল মোর্চা। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে মোর্চা সভাপতি বিমল গুরুং বলেন, "শ্যামল সেনের নয়, এই রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের।" রিপোর্ট বাতিল করে নতুন কমিশন গঠনের দাবি জানিয়েছেন মোর্চা সভাপতি। এদিকে মৌজা অন্তর্ভুক্তির বিরোধিতা করে শিলিগুড়িতে সভা করে তরাই-ডুয়ার্স জয়েন্ট অ্যাকশন কমিটি।

Updated By: Jun 14, 2012, 09:08 PM IST

জিটিএতে তরাই-ডুয়ার্সের পাঁচটি মৌজার অন্তর্ভুক্তি নিয়ে সরকারের বিরুদ্ধে তোপ দাগল মোর্চা। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে মোর্চা সভাপতি বিমল গুরুং বলেন, "শ্যামল সেনের নয়, এই রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের।" রিপোর্ট বাতিল করে নতুন কমিশন গঠনের দাবি জানিয়েছেন মোর্চা সভাপতি। এদিকে মৌজা অন্তর্ভুক্তির বিরোধিতা করে শিলিগুড়িতে সভা করে তরাই-ডুয়ার্স জয়েন্ট অ্যাকশন কমিটি।
শ্যামল সেন কমিটির রিপোর্ট আসলে মুখ্যমন্ত্রীর। কোনওভাবেই সেই রিপোর্ট মানবে না গোর্খা জনমুক্তি মোর্চা। বৃহস্পতিবার, এ ভাষাতেই রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মোর্চা সভাপতি বিমল গুরুং। তাঁর দাবি, অবিলম্বে ভিন রাজ্যের বিচারপতিদের নিয়ে নতুন কমিশন তৈরি করুক সরকার। শনিবার, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়েও যে তাঁরা আশাবাদী নন সেকথাও স্পষ্ট করে দিয়েছেন মোর্চা সভাপতি।
পাহাড়ে তৃণমূলের সংগঠন বিস্তার নিয়ে বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলেছেন বিমল গুরুং। তাঁর দাবি, বিধানসভা নির্বাচনে বেশ কয়েকটি আসনে তৃণমূলকে জয়ী করেছিলেন তাঁরাই। এখন যেভাবে তারা দল ভাঙিয়ে সংগঠন বিস্তার করতে চাইছে তাতে পাহাড় অশান্ত হবে বলে অভিযোগ করেছেন মোর্চা সভাপতি।
এদিকে জিটিএতে মৌজা অন্তর্ভুক্তির বিরোধিতা করে শিলিগুড়িতে সভা করে তরাই-ডুয়ার্স জয়েন্ট অ্যাকশন কমিটি। কমিটির নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দেন, পাঁচটি মৌজা তো নয়ই, পূর্বতন সরকারের আমলে অন্তর্ভূক্ত আঠেরোটি মৌজাও ফেরত চান তারা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের সঙ্গে দেখা করে তাঁর মাধ্যমে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপিও জমা দেন আন্দোলনকারীরা।
মোর্চার তরফে একদিকে চাপ, অন্যদিকে সমতলের জয়েন্ট অ্যাকশন কমিটির মৌজা অন্তর্ভুক্তির বিরোধিতা, এই দুয়ের জেরে পরিস্থিতি আরও ঘোরালো হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
 
 

.