বন্ধ হয়ে যাচ্ছে হিন্দুস্থান কেবলস লিমিটেড
বন্ধ হয়ে যাচ্ছে হিন্দুস্থান কেবলস লিমিটেড। এমনই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কর্মীদের স্বেচ্ছা অবসর দেওয়া হবে। টুইটারে এ খবর জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।
ওয়েব ডেস্ক : বন্ধ হয়ে যাচ্ছে হিন্দুস্থান কেবলস লিমিটেড। এমনই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কর্মীদের স্বেচ্ছা অবসর দেওয়া হবে। টুইটারে এ খবর জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।
মন্ত্রী জানিয়েছেন, কর্মীদের ২০০৭ এর পে স্কেল অনুসারে প্যাকেজ দেওয়া হবে। ২০০৪ থেকেই রূপনারায়ণপুরের হিন্দুস্থান কেবলস লিমিটেড কারখানায় উত্পাদন বন্ধ ছিল। দেশ জুড়ে হিন্দুস্থান কেবলস লিমিটেডের চারটি ইউনিটে কাজ করতেন মোট ১১০০ জন কর্মী। এর মধ্যে ৬০০ জনই রূপনারায়ণপুরে কাজ করতেন। গত ১৭ মাস তাঁরা বেতন পাননি। হিন্দুস্থান কেবলস লিমিটেড বন্ধের খবরে হতাশা আসানসোল শিল্পাঞ্চলে।