বাঁকুড়ায় ডাইনি অপবাদে আদিবাসীর বাড়িতে আগুন
ডাইনি অপবাদে এক আদিবাসীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হল বাঁকুড়া ওন্দায়। গতকাল রাতে পাথরচাল গ্রামে সচিন সোরেন নামে ওই আদিবাসীর একটি খড়ের বাড়িতে আগুন ধরিয়ে দেয় গ্রামবাসীরা।
ওয়েব ডেস্ক: ডাইনি অপবাদে এক আদিবাসীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হল বাঁকুড়া ওন্দায়। গতকাল রাতে পাথরচাল গ্রামে সচিন সোরেন নামে ওই আদিবাসীর একটি খড়ের বাড়িতে আগুন ধরিয়ে দেয় গ্রামবাসীরা।
যদিও ওই সময় বাড়িতে কেউ ছিলেন না। উত্তেজনা থাকায় ঘটনার পরই এবাকায় মোতায়েন করা হয় পুলিস। যদিও আগুন লাগানোর অভিযোগ অস্বীকার করেছে গ্রামবাসীরা। অভিযোগ, গত এক বছর ধরে ডাইনি অপবাদে চূড়ান্ত হেনস্থার শিকার হন সচিন সোরেনের পরিবার। হামলার পাশাপাশি গ্রামছাড়া করারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। হুমকির মুখে পড়ে গত জুন মাসে গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয় সচিনের পরিবারের অধিকাংশ সদস্য। বিষয়টি জানিয়ে বাঁকুড়ার জেলাশাসক ও পুলিস সুপারের দ্বারস্থ হয় সচিন। এরপর প্রশাসনিক উদ্যোগে জুলাই মাসে গ্রামে ফেরানো হয় সচিনের পরিবারকে।