প্রদীপ তার হত্যাকারীদের জামিনের আবেদন খারিজ

বর্ধমানের সিপিআইএম নেতা প্রদীপ তা ও কমল গায়েন হত্যাকাণ্ডে অভিযুক্ত দুজনের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। ওই মামলায় ১৯ জনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে। তার মধ্যে ১১জনকে গ্রেফতার করেছে পুলিস। আজ হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিল দুই অভিযুক্ত ছোটন দাস এবং সুরজিত দাস।

Updated By: Aug 22, 2012, 10:29 PM IST

বর্ধমানের সিপিআইএম নেতা প্রদীপ তা ও কমল গায়েন হত্যাকাণ্ডে অভিযুক্ত দুজনের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। ওই মামলায় ১৯ জনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে। তার মধ্যে ১১জনকে গ্রেফতার করেছে পুলিস। আজ হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিল দুই অভিযুক্ত ছোটন দাস এবং সুরজিত দাস।
চলতি বছরের ২২ ফেব্রুয়ারি প্রাক্তন সিপিএম বিধায়ক প্রদীপ তা ও কমল গায়েনকে বর্ধমানের একটি মিছিলে হামলা করে স্বসস্ত্র বাহিনী। অভিযোগ ওঠে, তৃণমূলের গুণ্ডা বাহিনী পিটিয়ে খুন করে ওই দুই সিপিএম নেতাকে। ওই ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।

.