বাড়ছে সোনার দাম, কমছে চাহিদা, রাজ্যে সঙ্কটে স্বর্ণ শিল্পীরা

টাকার পতনের জেরে জ্বালানির পাশাপাশি দাম বাড়ছে সোনার। এখন এক ভরি সোনার দাম প্রায় ৩৫ হাজার টাকা।  যা অনেকেরই ধরাছোঁয়ার বাইরে। তাই সোনার গয়নার চাহিদাও কিছুটা কমেছে। ফলে সঙ্কটে বসিরহাটের বহু স্বর্ণ শিল্পীরা। এই অবস্থায় তাঁদের অনেকেই এখন পেশা বদলাচ্ছেন।

Updated By: Sep 6, 2013, 11:31 AM IST

টাকার পতনের জেরে জ্বালানির পাশাপাশি দাম বাড়ছে সোনার। এখন এক ভরি সোনার দাম প্রায় ৩৫ হাজার টাকা।  যা অনেকেরই ধরাছোঁয়ার বাইরে। তাই সোনার গয়নার চাহিদাও কিছুটা কমেছে। ফলে সঙ্কটে বসিরহাটের বহু স্বর্ণ শিল্পীরা। এই অবস্থায় তাঁদের অনেকেই এখন পেশা বদলাচ্ছেন।
মাস কয়েক আগেও এক ভরি সোনার দাম ছিল ২৫ হাজার টাকা। কিন্তু এখন সোনার দাম আকাশ ছোঁয়া. বর্তমানে এক ভরি সোনার দাম প্রায় ৩৫ হাজার টাকা। যা মধ্যবিত্তের নাগালের অনেকটাই বাইরে। ফলে চাহিদা কমে যাওয়ায় বিক্রি কমেছে সোনার গয়নার। তাই কাজ কমেছে বসিরহাটের স্বর্ণ শিল্পীদের. এঅবস্থায় রুটিরুজির টানে তাঁদের অনেকেই এখন পেশা বদলাচ্ছেন। রাজমিস্ত্রি থেকে বাসের কণ্ডাক্টর. সংসার চালাতে এখন যে কোনও পেশাকেই আঁকড়ে ধরতে বাধ্য হচ্ছেন এইসব স্বর্ণ শিল্পীরা. কেউ বা কাজের খোঁজে পাড়ি দিচ্ছেন ভিন রাজ্যে। এরপরেও যাঁরা নিজেদের পুরনো পেশাকে আঁকড়ে ধরে আছেন, তাঁদের অবস্থা আরও সঙ্গীন। গত ১৫দিন ধরে কোনও কাজ নেই। আগামী দিনে কাজ আসবে,  তেমন নিশ্চয়তাও নেই। তাই দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করাই এখন তাঁদের কাছে কঠিন হয়ে দাঁড়িয়েছে।
 
শুধু স্বর্ণ শিল্পীরাই ন। সোনার চাহিদা কমে যাওয়ায় সঙ্কটে বসিরহাটের স্বর্ণ ব্যবসায়ীরাও।
 পুজোর আগে পরিস্থিতির উন্নতি না হলে, সঙ্কট যে আরও বাড়বে, স্বর্ণ শিল্পী থেকে স্বর্ণ ব্যবসায়ী, সেকথা স্বীকার করছেন সকলেই।
 

.