এসএফআইয়ের আবেদন মেনে মাজদিয়া কলেজে পুনর্নির্বাচনের নির্দেশ হাইকোর্টের

মাজদিয়া কলেজের ছাত্র সংসদের নির্বাচন বাতিল করল কলকাতা হাইকোর্ট। ফের কলেজে নির্বাচনের নির্দেশ দিয়েছে আদালত। মাজদিয়া কলেজে পূর্ণনির্বাচনের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে বাম ছাত্র সংগঠন এসএফআই। সেই মামলাতেই আজ নির্বাচন বাতিলের নির্দেশ দিয়েছে আদালত।

Updated By: Feb 19, 2014, 11:18 PM IST

মাজদিয়া কলেজের ছাত্র সংসদের নির্বাচন বাতিল করল কলকাতা হাইকোর্ট। ফের কলেজে নির্বাচনের নির্দেশ দিয়েছে আদালত। মাজদিয়া কলেজে পূর্ণনির্বাচনের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে বাম ছাত্র সংগঠন এসএফআই। সেই মামলাতেই আজ নির্বাচন বাতিলের নির্দেশ দিয়েছে আদালত।

ছাত্র সংসদ নির্বাচন ঘিরে এ বছর জানুয়ারিতে উত্তপ্ত হয়েছে মাজদিয়া কলেজ। তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে মনোনয়ন জমা দিতে না দেওয়ার অভিযোগে সরব হয় এসএফআই। বিরোধীরা মনোনয়ন জমা দিতে না পারায় ছাত্র সংসদের সব আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় টিএমসিপি। কলেজের নির্বাচন প্রক্রিয়া নিয়ে রীতিমতো অসন্তুষ্ট ছিল আদালত। এনিয়ে জেলা শাসকের কাছে রিপোর্টও তলব করেন বিচারপতি। ওই কলেজে স্বচ্ছ ও অবাধ নির্বাচন হয়েছে কিনা তা জানতে চেয়ে জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করা হয়।

পূর্ণনির্বাচনের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয় এসএফআই। জমা দেওয়া হয় মনোনয়ন পর্বের ভিডিও ক্লিপিংও। সেই মামলার শুনানিতেই বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অশোকদাস অধিকারী আগের নির্বাচনকে বাতিলের নির্দেশ দেন। মাজদিয়া কলেজের নির্বাচন নিয়ে হাইকোর্টের এই নির্দেশে নতুন করে অস্বস্তি বাড়ল শাসকদলের। ছয় সপ্তাহের মধ্যেই আদেশ কার্যকরের নির্দেশ দিয়েছে আদালত।

.