ক্ষতিপূরণ ছাড়া জমি ছাড়তে নারাজ দোকানমালিকরা, জাগুলিয়ায় আটকে জাতীয় সড়ক সম্প্রসারণ

Updated By: Dec 29, 2014, 10:54 AM IST
ক্ষতিপূরণ ছাড়া জমি ছাড়তে নারাজ দোকানমালিকরা, জাগুলিয়ায় আটকে জাতীয় সড়ক সম্প্রসারণ

নদিয়ার জাগুলিয়ায় আটকে রয়েছে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ। ক্ষতিপূরণ না পেলে জমি ছাড়তে নারাজ রাস্তার ধারের দোকানমালিকরা। এখনও পর্যন্ত সরকারের তরফেও ঘোষণা করা হয়নি কোনও প্যাকেজ। দু তরফের টানা পোড়েনে বিশবাঁও জলে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণ।

চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক। এই রাস্তায় চারটি লেন করার প্রকল্প নেওয়া হয়েছে। বেশ কিছু জায়গায় শুরু হয়েছে কাজও। তবে দীর্ঘদিন ধরেই কাজ আটকে রয়েছে নদিয়ার জাগুলিয়ায়।  রাস্তার ধারে থাকা দোকানের  মাপজোক  করে গিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। কিন্তু দোকান মালিকদের দাবি, উপযুক্ত ক্ষতিপূরণ বা পূনর্বাসন না পেলে জমি ছাড়বেন না তাঁরা।  

সরকারি ভাবে এখনও কোনও প্যাকেজ ঘোষণা হয়নি। অন্যদিকে জমিও ছাড়ছেন না ব্যবসায়ীরা। দুপক্ষের টানা পোড়েনে আটকে রয়েছে জাতীয় সড়ক সম্প্র সারণের কাজ।

 

.