পণের টাকা না পেয়ে গৃহবধূকে খুনের অভিযোগ

উলুবেড়িয়ার মিতার পর এবার ক্যানিংয়ের মিতা। অভিযোগ পণের টাকা না পেয়েই তাঁকে খুন করে শ্বশুরবাড়ির লোকজন। আর সেই খুন চাপতে এবার রীতিমতো থানায় বসে সালিশি হল। সালিশিতে প্রত্যক্ষ ভূমিকা নিলেন মিতার শ্বশুরবাড়ি এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য। ঘটনা গত রবিবারের। কী হয়েছিল সেদিন?

Updated By: Oct 21, 2016, 02:32 PM IST
পণের টাকা না পেয়ে গৃহবধূকে খুনের অভিযোগ
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : উলুবেড়িয়ার মিতার পর এবার ক্যানিংয়ের মিতা। অভিযোগ পণের টাকা না পেয়েই তাঁকে খুন করে শ্বশুরবাড়ির লোকজন। আর সেই খুন চাপতে এবার রীতিমতো থানায় বসে সালিশি হল। সালিশিতে প্রত্যক্ষ ভূমিকা নিলেন মিতার শ্বশুরবাড়ি এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য। ঘটনা গত রবিবারের। কী হয়েছিল সেদিন?

আরও পড়ুন- মিতা রহস্য মৃত্যু কাণ্ডে সিবিআই তদন্ত

পরিবারের অভিযোগ, দাবি মতো পণের টাকা না পেয়ে বিষ খাইয়ে শ্বশুর বাড়ির লোকেরা তাঁকে খুন করেছে। তবে মেয়ের শ্বশুর বাড়ির চাপে থানায় কোনও অভিযোগ জানাননি তাঁরা। এখনেই শেষ নয়। স্থানীয় এক গ্রাম পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে বসানো হয় সালিশি সভা। সেখানেই বলে দেওয়া হয় পুলিসে কোনও অভিযোগ জানাবেন না মিতার পরিবারের লোকজন। যদিও কোনও অভিযোগই স্বীকার করেনি মিতার শ্বশুর বাড়ি। মানেননি গ্রাম পঞ্চায়েত সদস্য গৌতম মণ্ডলও।

.