পিটিয়ে মারার পর মুখে বিষ ঢেলে খুন গৃহবধূ

গৃহবধূকে পিটিয়ে মারার অভিযোগে শ্বশুর ও শাশুড়িকে বেধড়ক মারধোর করল গ্রামবাসীরা।  এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাসন্তী থানার শিবগঞ্জে। অভিযোগ, গতকাল রাতে গৃহবধূ জ্যোত্স্না মিস্ত্রিকে পিটিয়ে মারে তাঁর শ্বশুর ও শাশুড়ি। মৃত্যুর পর মুখে বিষ ঢেলে দেহটি বাসন্তী হাসপাতালে নিয়ে যায় স্বামী বিনয় মিস্ত্রি। সন্দেহ হওয়ায় পুলিসে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। বেগতিক দেখে পালিয়ে যায় বিনয়। আজ সকালে শ্বশুর ও শাশুড়ি পালানোর চেষ্টা করলে ধরে ফেলেন গ্রামবাসীরা। এরপর বেধড়ক মারধোর করা হয় তাঁদের। মাথা কামিয়ে দেওয়া হয় শ্বশুর বীরেন মিস্ত্রির। গ্রামবাসীদের অভিযোগ, ঢিল ছোড়া দূরত্বে থানা থাকলেও বারবার খবর দেওয়া সত্ত্বেও এলাকায় আসেনি পুলিস। দশ বছর আগে জ্যোত্স্নার সঙ্গে বিয়ে হয় বিনয়ের। বিয়ের পর থেকেই জ্যোত্স্নার ওপর নির্যাতন শুরু করে শ্বশুরবাড়ির লোকেরা। পাড়ার লোকেদের সঙ্গে মিশতে দেওয়া হত না। বাড়ির বাইরেও বেরোতে দেওয়া হত না তাঁকে। এর আগেও বিনয় বিয়ে করেছিল। কিন্তু শ্বশুরবাড়ির নির্যাতনে অতীষ্ঠ হয়ে পালিয়ে যায় সে।

Updated By: Feb 12, 2016, 02:52 PM IST
পিটিয়ে মারার পর মুখে বিষ ঢেলে খুন গৃহবধূ

ওয়েব ডেস্ক: গৃহবধূকে পিটিয়ে মারার অভিযোগে শ্বশুর ও শাশুড়িকে বেধড়ক মারধোর করল গ্রামবাসীরা।  এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাসন্তী থানার শিবগঞ্জে। অভিযোগ, গতকাল রাতে গৃহবধূ জ্যোত্স্না মিস্ত্রিকে পিটিয়ে মারে তাঁর শ্বশুর ও শাশুড়ি। মৃত্যুর পর মুখে বিষ ঢেলে দেহটি বাসন্তী হাসপাতালে নিয়ে যায় স্বামী বিনয় মিস্ত্রি। সন্দেহ হওয়ায় পুলিসে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। বেগতিক দেখে পালিয়ে যায় বিনয়। আজ সকালে শ্বশুর ও শাশুড়ি পালানোর চেষ্টা করলে ধরে ফেলেন গ্রামবাসীরা। এরপর বেধড়ক মারধোর করা হয় তাঁদের। মাথা কামিয়ে দেওয়া হয় শ্বশুর বীরেন মিস্ত্রির। গ্রামবাসীদের অভিযোগ, ঢিল ছোড়া দূরত্বে থানা থাকলেও বারবার খবর দেওয়া সত্ত্বেও এলাকায় আসেনি পুলিস। দশ বছর আগে জ্যোত্স্নার সঙ্গে বিয়ে হয় বিনয়ের। বিয়ের পর থেকেই জ্যোত্স্নার ওপর নির্যাতন শুরু করে শ্বশুরবাড়ির লোকেরা। পাড়ার লোকেদের সঙ্গে মিশতে দেওয়া হত না। বাড়ির বাইরেও বেরোতে দেওয়া হত না তাঁকে। এর আগেও বিনয় বিয়ে করেছিল। কিন্তু শ্বশুরবাড়ির নির্যাতনে অতীষ্ঠ হয়ে পালিয়ে যায় সে।

.