বড়সড় অশান্তির ঘটনা না ঘটলেও, বিক্ষিপ্ত সংঘর্ষে মিটল আজকের ভোট পর্ব

প্রথম দফার থেকে দ্বিতীয় দফার ভোটের আবহাওয়া বেশ চড়া। বড়সড় অশান্তির ঘটনা না ঘটলেও, বিক্ষিপ্ত  সংঘর্ষ, কারচুপি আর হুমকির খবর মিলল দিনভর।  অশান্তিতে শিরোনামে থাকল জামুড়িয়া।

Updated By: Apr 11, 2016, 07:45 PM IST
বড়সড় অশান্তির ঘটনা না ঘটলেও, বিক্ষিপ্ত সংঘর্ষে মিটল আজকের ভোট পর্ব

ওয়েব ডেস্ক: প্রথম দফার থেকে দ্বিতীয় দফার ভোটের আবহাওয়া বেশ চড়া। বড়সড় অশান্তির ঘটনা না ঘটলেও, বিক্ষিপ্ত  সংঘর্ষ, কারচুপি আর হুমকির খবর মিলল দিনভর।  অশান্তিতে শিরোনামে থাকল জামুড়িয়া।

(দেখুন ছবিতে প্রথম দফার দ্বিতীয় পর্যায়ের ভোট)

আসানসোলের জামুড়িয়ার নন্ডির এই ছবি বিকেলের। বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে নন্ডি। দুপক্ষের বেশ কয়েকজন আহত হন। লাঠিচার্জ করে আধাসেনা। বাঁকুড়ার সোনামুখী। ভোটগ্রহণ শুরুর আগেই প্রকাশ্য রাস্তায় দুষ্কৃতীরাজ। হাতে রিভলভার। বেলুট রসুলপুর এলাকায়  বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে এদিন। পুলিস সুপারের রিপোর্টে অবশ্য জানানো হয়, কিছুই হয়নি।

বাঁকুড়ার বিষ্ণুপুরে বেলিয়ারার ৬৫ নম্বর বুথে আক্রান্ত  কংগ্রেস প্রার্থী তুষার ভট্টাচার্য। প্রার্থীর নিরাপত্তারক্ষীর পিস্তল কেড়ে নেওয়ার চেষ্টা। মুখ বাঁধা, হাতে লাঠি। এমন যুবকদের বিরুদ্ধে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকির অভিযোগ বাঁকুড়ার ওন্দায়। বুথের ভিতর পুলিস আর বাইরে আধা সেনা। দ্বিতীয় দফাতেও  প্রথম দফার চেনা ছবি বেশ কিছু এলাকায় ।

তৃণমূল কর্মীদের বিরুদ্ধে বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানোর অভিযোগ  জামুড়িয়ার বাগুলি ও লোধা এলাকার ভোটারদের। ভোটগ্রহণ শুরুর আগেই আসানসোলের জামুড়িয়ায় সিপিএমের দুই এজেন্টকে মারধর। জীবন রুইদাস নামে এক সিপিএম এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়া হয়। গ্রেফতার দুই। বুথের সামনে ব্যাগ বোঝাই বোমা নিয়ে ভোটারদের হুমকি বাহুবলীর।  বর্ধমানের জামুড়িয়ায় বাইপাস রোডের পঁয়ত্রিশ নম্বর বুথের ঘটনা। বোমা দেখে লাইন ছেড়ে পালান ভোটাররা। ঘটনাস্থলে পৌছে বোমা নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড।

জামুড়িয়া বাইপাস রোডের বুথে বোমা উদ্ধার ঘিরে বচসায় জড়াল সিপিএম-তৃণমূল। সিপিএম কর্মীদের সঙ্গে বাকযুদ্ধে জড়ান তৃণমূল প্রার্থী ভি শিবদাসন। দুর্গাপুরে কংগ্রেসের ক্যাম্প অফিসে বাইকবাহিনীর তাণ্ডব। বেধড়ক মারের হাত থেকে রেহাই পাননি আদিবাসী বৃদ্ধাও। দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের টামলা বস্তি এলাকার ঘটনা। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। বর্ধমানের বারাবনির কাঁটাপাহাড়িতে বিজেপির ক্যাম্প অফিস ভেঙে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, কমিশনকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। দুর্গাপুরের সুভাষপল্লিতে বাড়িতে ঢুকে কংগ্রেসের এজেন্টকে মারধরের অভিযোগ। আগ্নেয়াস্ত্র দেখিয়ে শাসানি। অভিযোগ অস্বীকার তৃণমূলের।

সিপিএম-তৃণমূল সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায় কেশপুরের গড়গজপোতায়। সকাল থেকে দুপক্ষের বোমাবাজি। কেশপুরের চরকায় বুথের সামনেই আক্রান্ত সিপিএম কর্মীরা। ১৪২ নম্বর বুথে বাম এজেন্টকে বসতে দেওয়া নিয়ে সকাল থেকে উত্তেজনা। মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূলের। কেশপুরের ধান্যগাড়া স্কুলে সিপিএমের মহিলা এজেন্টকে বিবস্ত্র করে গ্রাম ঘোরানো ও গণঝর্ষণের হুমকির অভিযোগ। আতঙ্কে বুথ ছাড়েন ওই এজেন্ট। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

 

.