নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার হল দুই যুবক। ঘটনাটি ঘটেছে বালির ছোট দুর্গাপুরে। বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার হল দুই যুবক। ঘটনাটি ঘটেছে বালির ছোট দুর্গাপুরে। বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
গত ৩ দিন আগে নদিয়ার নাকাশিপাড়ার বাসিন্দা নবম শ্রেণির এক ছাত্রী বাড়ি থেকে পালিয়ে যায়। নদিয়া থেকে ট্রেনে চেপে শিয়ালদা স্টেশনে পৌঁছয় সে। সেখান থেকে বাসে করে যায় হাওড়ায়। হাওড়া স্টেশনে দুই যুবকের সঙ্গে পরিচয় হয় ওই ছাত্রীর। অভিযোগ এরপর তারা ওই ছাত্রীকে বালির ছোট দুর্গাপুরে একটি বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওই ছাত্রীর চিত্কারে ছুটে আসে আশেপাশের বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিস।