চুরির অপরাধে কিশোরকে অমানবিক অত্যাচার

একটা ডিম ও এক প্যাকেট দুধ চুরির অভিযোগ। মস্ত বড় অপরাধ! তাই আধঘণ্টা ল্যাম্পপোস্টে বেঁধে শাস্তি দেওয়া হল কিশোরকে। প্রতিবাদ তো দূরের কথা, মজা দেখল জলপাইগুড়ির নাগরিক সমাজ।

Updated By: Jul 15, 2016, 11:23 PM IST
চুরির অপরাধে কিশোরকে অমানবিক অত্যাচার

ওয়েব ডেস্ক: একটা ডিম ও এক প্যাকেট দুধ চুরির অভিযোগ। মস্ত বড় অপরাধ! তাই আধঘণ্টা ল্যাম্পপোস্টে বেঁধে শাস্তি দেওয়া হল কিশোরকে। প্রতিবাদ তো দূরের কথা, মজা দেখল জলপাইগুড়ির নাগরিক সমাজ।

আমাদের সমাজে এত বীরপুঙ্গব রয়েছেন? মস্তানের দাপাদাপি কিংবা কোনও মহিলার হেনস্থার সময় এঁরা কোথায় থাকেন? কিন্তু, এখন বেড়িয়ে এসেছেন। দলে দলে।

জলপাইগুড়ির টেম্পল স্ট্রিটের আনন্দচন্দ্র রাহুত সরণি। কিশোরটির বিরুদ্ধে অভিযোগ স্থানীয় দোকান থেকে ডিম ও দুধের প্যাকেট চুরি করেছে সে।

মাত্র ৫০০ টাকার জন্য খুনের চেষ্টার অভিযোগ মালদায়

প্রায় আধঘণ্টা ল্যাম্পপোস্টে বাঁধা ছিল দশ বছরের বাচ্চাটি। শেষ পর্যন্ত এক মোটরসাইকেল আরোহী তাঁকে মুক্ত করেন। জলপাইগুড়ির পুলিস সুপার আকাশ মেঘারিয়া জানিয়েছেন, স্বতঃপ্রবৃত্ত তদন্ত করবে পুলিস।

.