কেএলওর সঙ্গে কেপিপির যোগ প্রমাণে মরিয়া সরকার
ষড়যন্ত্র করেই কেএলওর সঙ্গে কেপিপির যোগসাজশ প্রমাণ করতে চাইছে রাজ্য সরকার। শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে আজ এই অভিযোগ করলেন কেপিপি সভাপতি অতুল রায়। বিস্ফোরণকাণ্ডে কেপিপি সদস্যদের গ্রেফতারি নিয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবকে কাঠগড়ায় তোলেন কেপিপি সভাপতি। মঙ্গলবারও জলপাইগুড়ি বিস্ফোরণকাণ্ডে আরও এক কেপিপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিস।জনকে গ্রেফতার করেছে পুলিস।
ষড়যন্ত্র করেই কেএলওর সঙ্গে কেপিপির যোগসাজশ প্রমাণ করতে চাইছে রাজ্য সরকার। শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে আজ এই অভিযোগ করলেন কেপিপি সভাপতি অতুল রায়। বিস্ফোরণকাণ্ডে কেপিপি সদস্যদের গ্রেফতারি নিয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবকে কাঠগড়ায় তোলেন কেপিপি সভাপতি। মঙ্গলবারও জলপাইগুড়ি বিস্ফোরণকাণ্ডে আরও এক কেপিপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিস।জনকে গ্রেফতার করেছে পুলিস।
কেপিপি-র সঙ্গে কেএলওর কোনও সম্পর্ক নেই। মিথ্যে অপবাদে কেএলওর সঙ্গে কেপিপির নাম জড়ানো হচ্ছে। সাংবাদিক বৈঠকে আজ একথা জানিয়েছেন কেপিপির কেন্দ্রীয় কমিটির সভাপতি অতুল রায়। তাঁর দাবি কেএলওর জন্মের অনেক আগেই কামতাপুরের দাবিতে কেপিপি আন্দোলন শুরু করছে। কেপিপির সদস্যদের মিথ্যে অপবাদে গ্রেফতারের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের গ্রেফতারের দাবিও জানান এই কেপিপি নেতা।
জলপাইগুড়ি বিস্ফোরণকাণ্ডে আরও একজন সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিস। ধৃত দীপঙ্কর সিন্হা কেপিপির দার্জিলিং জেলা কমিটির সদস্য । গতকাল রাতে খড়িবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। এনিয়ে জলপাইগুড়ি বিস্ফোরণকাণ্ডে তিনজনকে গ্রেফতার করল পুলিস।