বর্ধমানে সাংবাদিক নিগ্রহ, অধরা অভিযুক্ত জুনিয়ার ডাক্তাররা

দু`সপ্তাহ কেটে গেলেও, বর্ধমান মেডিক্যাল কলেজে সাংবাদিকদের মারধোরের ঘটনায় অভিযুক্ত জুনিয়ার ডাক্তারদের গ্রেফতার না করার প্রতিবাদে ফের পথে নামলেন সাংবাদিকরা। এই ইস্যুতে বৃহস্পতিবার তাঁরা বর্ধমান শহরে মিছিল করেন।

Updated By: Apr 13, 2012, 01:52 PM IST

দু`সপ্তাহ কেটে গেলেও, বর্ধমান মেডিক্যাল কলেজে সাংবাদিকদের মারধোরের ঘটনায় অভিযুক্ত জুনিয়ার ডাক্তারদের গ্রেফতার না করার প্রতিবাদে ফের পথে নামলেন সাংবাদিকরা। এই ইস্যুতে বৃহস্পতিবার তাঁরা বর্ধমান শহরে মিছিল করেন।
মিছিল জেলাশাসক এবং পুলিস সুপারের দফতরের সামনে গেলে, সেখানে বিক্ষোভ দেখান সাংবাদিকরা। গত মাসের ২৮ তারিখ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি শিশুমৃত্যুর খবর সংগ্রহ করতে গিয়ে জুনিয়ার ডাক্তারদের হাতে আক্রান্ত হন সাংবাদিকরা। অন্তত ১৫ জন সাংবাদি জখম হন। ওইদিনই বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অথচ এখনও অভিযুক্ত চিকিত্‍সকদের পুলিস গ্রেফতার না করায়, প্রতিবাদে সরব সাংবাদিকমহল।  

.