শ্রমিক অসন্তোষের জেরে মার খেলেন কারখানার ম্যানেজার!

শ্রমিক অসন্তোষের জেরে মার খেলেন কারখানার ম্যানেজার। আজ সকালে ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের ইন্ডিয়া জুটমিলে। সকালে কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকরা দেখেন ছদিনের বদলে চারদিন কাজ হবে এই মর্মে নোটিস পড়েছে। এরপরই শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভ চলাকালীন শ্রমিকদের হাতে মার খান কারখানার চিফ পার্সোনেল ম্যানেজার দেবাশিস মুখার্জি। তাঁকে ওয়ালশ হাসপাতালে ভর্তি করা হয়। শ্রমিকদের অভিযোগ, চারদিন কাজ হলে অনেকেই কাজ পাবেন না। কয়েকদিন আগে শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের বৈঠকে ঠিক হয় ছয়দিনের বদলে পাঁচ দিন কাজ হবে। কিন্তু আজ চারদিন কাজের নোটিস পেয়ে শ্রমিক বিক্ষোভ চরমে ওঠে।  কর্তৃপক্ষের যুক্তি, যেহেতু কারখানার অবস্থা ভাল নয়, তাই ঘুরিয়ে ফিরিয়ে সকলকে কাজ দিতেই এই সিদ্ধান্ত। সমস্যা মেটাতে শ্রীরামপুরের এসডিওর সঙ্গে বৈঠকে বসেন কারখানার শ্রমিকরা। 

Updated By: Mar 19, 2016, 09:56 PM IST
শ্রমিক অসন্তোষের জেরে মার খেলেন কারখানার ম্যানেজার!

ওয়েব ডেস্ক : শ্রমিক অসন্তোষের জেরে মার খেলেন কারখানার ম্যানেজার। আজ সকালে ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের ইন্ডিয়া জুটমিলে। সকালে কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকরা দেখেন ছদিনের বদলে চারদিন কাজ হবে এই মর্মে নোটিস পড়েছে। এরপরই শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভ চলাকালীন শ্রমিকদের হাতে মার খান কারখানার চিফ পার্সোনেল ম্যানেজার দেবাশিস মুখার্জি। তাঁকে ওয়ালশ হাসপাতালে ভর্তি করা হয়। শ্রমিকদের অভিযোগ, চারদিন কাজ হলে অনেকেই কাজ পাবেন না। কয়েকদিন আগে শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের বৈঠকে ঠিক হয় ছয়দিনের বদলে পাঁচ দিন কাজ হবে। কিন্তু আজ চারদিন কাজের নোটিস পেয়ে শ্রমিক বিক্ষোভ চরমে ওঠে।  কর্তৃপক্ষের যুক্তি, যেহেতু কারখানার অবস্থা ভাল নয়, তাই ঘুরিয়ে ফিরিয়ে সকলকে কাজ দিতেই এই সিদ্ধান্ত। সমস্যা মেটাতে শ্রীরামপুরের এসডিওর সঙ্গে বৈঠকে বসেন কারখানার শ্রমিকরা। 

.