কালীনগরে অধ্যক্ষ নিগ্রহের চাঞ্চল্যকর ছবি শুধুমাত্র ২৪ ঘণ্টার হাতে

কালীনগরে অধ্যক্ষ নিগ্রহের ঘটনায় প্রকাশ্যে এল নতুন তথ্য। সেদিনের ঘটনায় চেন দিয়ে মারধরের যে ছবি দেখা গিয়েছিল, তাতে সাইকেলের চেন খুলতে দেখা গিয়েছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য-সমর্থকদের। তাঁদের নাম পরিতোষ দাস, শান্তনু দাস, নরেশ ঘোষ।

Updated By: Sep 5, 2013, 01:01 PM IST

কালীনগরে অধ্যক্ষ নিগ্রহের ঘটনায় প্রকাশ্যে এল নতুন তথ্য। সেদিনের ঘটনায় চেন দিয়ে মারধরের যে ছবি দেখা গিয়েছিল, তাতে সাইকেলের চেন খুলতে দেখা গিয়েছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য-সমর্থকদের। তাঁদের নাম পরিতোষ দাস, শান্তনু দাস, নরেশ ঘোষ।
এঁরা সবাই তৃণমূল ছাত্র পরিষদের সদস্য। ফুটেজে দেখা যাচ্ছে টিএমসিপি নেতা বিপ্লব দাসকেও। চাঞ্চল্যকর এই ছবি পৌঁছেছে শুধুমাত্র ২৪ ঘণ্টার হাতে। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শঙ্কুদেব পণ্ডা অবশ্য অভিযুক্তদের পাশেই দাঁড়ালেন।

দেখুন সেই ভিডিও এখানে ক্লিক করে

.