কামদুনি মামলায় ধাক্কা খেল সিআইডি

কামদুনি মামলায় ধাক্কা খেল সিআইডি। বারাসত ফাস্ট ট্র্যাক কোর্ট থেকে এই মামলা অন্যত্র সরানোর যে আর্জি সিআইডি জানিয়েছিল, তা খারিজ করল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি হাইকোর্টের নির্দেশ, নির্যাতিতার পরিবারকে পুলিসি নিরাপত্তা ও আইনি সহায়তা দিক রাজ্য।

Updated By: Aug 1, 2013, 01:41 PM IST

কামদুনি মামলায় ধাক্কা খেল সিআইডি। বারাসত ফাস্ট ট্র্যাক কোর্ট থেকে এই মামলা অন্যত্র সরানোর যে আর্জি সিআইডি জানিয়েছিল, তা খারিজ করল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি হাইকোর্টের নির্দেশ, নির্যাতিতার পরিবারকে পুলিসি নিরাপত্তা ও আইনি সহায়তা দিক রাজ্য।
গত ৭ জুন বারাসতের কামদুনিতে কলেজছাত্রীকে গণধর্ষণ করে খুন করা হয়। তার ২৫ দিন পরে বারাসত আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টে ওই মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়। মামলাটির দ্রুত নিষ্পত্তির জন্য বারাসত আদালতের জেলা বিচারক মঙ্গলবার এই নির্দেশ দেওয়া হয়।
আদালতে ছিলেন মৃতার পরিবার এবং কামদুনির আন্দোলনকারীদের একাংশও। সিআইডি ওই মামলায় তিন অভিযুক্তের নাম চার্জশিট থেকে বাদ দেওয়ায় বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁরা।

.