মদ-জুয়ার আসরের প্রতিবাদ, ক্ষেপে গিয়ে কাটারি তাণ্ডব যুবকের, আহত চার

মদ-জুয়ার আসরের প্রতিবাদ করছিলেন এলাকার প্রায় সকলেই। আর তাতেই ক্ষেপে গিয়ে এলাকায় কাটারি নিয়ে তাণ্ডব চালালো এক যুবক। রবিবার ঘটনাটি ঘটেছে হাওড়ার নাজিরগঞ্জে। ওই যুবকের আক্রমণে আহত হয়েছেন চারজন। হামলার পরই অবশ্য চম্পট দিয়েছে হামলাকারী যুবক।

Updated By: Sep 13, 2015, 10:22 PM IST
মদ-জুয়ার আসরের প্রতিবাদ, ক্ষেপে গিয়ে কাটারি তাণ্ডব যুবকের, আহত চার

ওয়েব ডেস্ক: মদ-জুয়ার আসরের প্রতিবাদ করছিলেন এলাকার প্রায় সকলেই। আর তাতেই ক্ষেপে গিয়ে এলাকায় কাটারি নিয়ে তাণ্ডব চালালো এক যুবক। রবিবার ঘটনাটি ঘটেছে হাওড়ার নাজিরগঞ্জে। ওই যুবকের আক্রমণে আহত হয়েছেন চারজন। হামলার পরই অবশ্য চম্পট দিয়েছে হামলাকারী যুবক।

অভিযোগ ছিল দীর্ঘদিনের। এলাকাবাসীর কাছে রীতিমতো আতঙ্ক হয়ে উঠেছিল সুজিত ভুঁইঞা। মদ খেয়ে এলাকায় উতপাত। সঙ্গে বাইরে থেকে ছেলেদের এনে জুয়ার আড্ডা। সীমা ছাড়িয়েছিল সম্প্রতি। মহিলাদের উত্ত্যক্ত করাও শুরু করেছিল সুজিত আর তার সাঙ্গোপাঙ্গোরা।

এতেই তিতিবিরক্ত হয়ে প্রতিবাদ করেছিলেন এলাকার মানুষ। শনিবার রাতে এলাকার কয়েকটি আলো-ও ভেঙে দেয় সুজিত। সকাল হতেই সুজিতের বাড়িতে হাজির হন এলাকার বাসিন্দারা। আর তখনই কাটারি নিয়ে এলাকাবাসীর ওপর ঝাঁপিয়ে পড়ে সুজিত।

গুরুতর আহত হয়েছেন ইঞ্জিনিয়ারিংয়ের এক ছাত্র। স্থানীয়রা চাইছেন, সুজিত যেন এলাকা ছেড়ে চলে যায়।

.