বিস্ফোরণের সঙ্গে জড়িত কেএলও-র দুই শীর্ষ নেতাকে গ্রেফতার
জলপাইগুড়ির পাহাড়পুর বিস্ফোরণের সঙ্গে জড়িত কেএলও-র দুই শীর্ষ নেতাকে গ্রেফতার করল পুলিস। ওই দুই নেতাই বিস্ফোরণের পরিকল্পনার দায়িত্বে ছিল। গ্রেফতার হয়েছে কেএলও-র ডেপুটি কমান্ডার ইন চিফ নারায়ণ রায় ওরফে তরুণ থাপা ।
জলপাইগুড়ির পাহাড়পুর বিস্ফোরণের সঙ্গে জড়িত কেএলও-র দুই শীর্ষ নেতাকে গ্রেফতার করল পুলিস। ওই দুই নেতাই বিস্ফোরণের পরিকল্পনার দায়িত্বে ছিল। গ্রেফতার হয়েছে কেএলও-র ডেপুটি কমান্ডার ইন চিফ নারায়ণ রায় ওরফে তরুণ থাপা ।
কেএলও সহ সাধারণ সম্পাদক প্রদীপ রায় ও ওরফে ইকবাল সিদ্দিকির সঙ্গে ধরা পড়েছে এক লিঙ্কম্যানও। ভারত-নেপাল সীমান্তের একটি গ্রাম থেকে তাদের ধরা হয়। পুলিসের দাবি, দুই শীর্ষ নেতার কাছ মিলেছে প্রচুর তথ্য। এই তথ্যের ওপর ভিত্তি করে আরও কয়েকজন শীর্ষ নেতাকে ধরা সম্ভব বলে মনে করছে পুলিস।
ক দিন আগেই মালদহের হবিবপুরের চুয়াকান্দরে জঙ্গলে অভিযান চালিয়ে দুই কেএলও জঙ্গিকে গ্রেফতার করে পুলিস। ধৃতদের মধ্যে ছিলেন কেএলও নেতা মালখান সিংয়ের ঘনিষ্ঠতম সহযোগী কুমুদ মণ্ডল। বারো মাইলে বাসে গুলি চালানোর ঘটনায় অন্যতম অভিযুক্ত সে।
গ্রেফতার করা হয়েছিল আইতু রায় নামে আরও এক কেএলও জঙ্গিকে। ধৃতদের থেকে সাড়ে চৌষট্টি হাজার টাকার জাল নোট উদ্ধার করেছিল পুলিস। এই জাল নোট মালখান সিংকে পাঠানো হচ্ছিল বলে জেরায় স্বীকার করছেন ধৃতরা।