কৃষ্ণনগর পুরসভার রজু করা ব্যাঙ্ক জালিয়াতির মামলায় পুলিসকে ২ সপ্তাহ সময় কলকাতা হাইকোর্টের
কৃষ্ণনগর পুরসভার রুজু করা ব্যাঙ্ক জালিয়াতির মামলায় পুলিসকে দুসপ্তাহ সময় দিল কলকাতা হাইকোর্ট। এর মধ্যে পুলিস ঘটনার কিনারা করতে না পারলে সিআইডির হাতে তদন্তভার তুলে দেওয়া হবে বলে জানিয়ে দিলেন বিচারপতি দীপঙ্কর দত্ত। গত বছর জুন মাসের ১৮ তারিখে কৃষ্ণনগর পুরসভার দুই কর্মী মহম্মদ বাবু ও অমিতকুমার পাত্র কৃষ্ণনগর থানায় একটি এফআইআর করেন। ১০ টি ডুপ্লিকেট চেকে পুরসভার ৩০ লক্ষ টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ।
ওয়েব ডেস্ক: কৃষ্ণনগর পুরসভার রুজু করা ব্যাঙ্ক জালিয়াতির মামলায় পুলিসকে দুসপ্তাহ সময় দিল কলকাতা হাইকোর্ট। এর মধ্যে পুলিস ঘটনার কিনারা করতে না পারলে সিআইডির হাতে তদন্তভার তুলে দেওয়া হবে বলে জানিয়ে দিলেন বিচারপতি দীপঙ্কর দত্ত। গত বছর জুন মাসের ১৮ তারিখে কৃষ্ণনগর পুরসভার দুই কর্মী মহম্মদ বাবু ও অমিতকুমার পাত্র কৃষ্ণনগর থানায় একটি এফআইআর করেন। ১০ টি ডুপ্লিকেট চেকে পুরসভার ৩০ লক্ষ টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ।
ওড়িশার বালেশ্বর ব্রাঞ্চ থেকে ওই টাকা তোলা হয় বলে দাবি পুরসভার। যে চেক কাটাই হয়নি সেই চেকে টাকা তুলে নেওয়া হয়েছে। এর মধ্যে দুটি চেক দুবার ভাঙানো হয় বলে অভিযোগ। দীর্ঘদিন পুলিস কোনও ব্যবস্থা না নেওয়ায় গত বছর ডিসেম্বরে সিআইডি তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করে কৃষ্ণনগর পুরসভা। দীপঙ্কর দত্তের এজলাসে আজ সেই মামলার শুনানিতে পুলিসকে তিরস্কার করেন বিচারপতি।