বেআইনি মদের কারবারের প্রতিবাদ করায় বেধড়ক মার খেলেন মহিলারা!

বেআইনি মদের কারবারের প্রতিবাদ করায় বেধড়ক মার খেলেন মহিলারা। আবগারি দফতরের আধিকারিকদের সামনেই মারধর তিন প্রতিবাদী মহিলাকে। এখানেই থেমে থাকেনি আক্রমণকারীরা।জাতীয় সড়ক অবরোধও করে তারা। দক্ষিণ দিনাজপুরের বংশীহারি ব্লকের দুটি গ্রামে এখনও উত্তেজনা রয়েছে। ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। দক্ষিণ দিনাজপুরের বংশীহারি ব্লকের চক সাদুল্লা ও সরাইহাট গ্রাম। প্রতিদিনই গ্রামদুটিতে বসে মদের আসর। মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে মহিলাদের ওপর নির্যাতনও রোজকার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। সোমবার গ্রামে বেআইনি মদের ঠেক ভাঙতে যান মহিলারা। সঙ্গে ছিলেন আবগারি দফতরের আধিকারিকরা।

Updated By: Sep 19, 2016, 09:02 PM IST
বেআইনি মদের কারবারের প্রতিবাদ করায় বেধড়ক মার খেলেন মহিলারা!

ওয়েব ডেস্ক: বেআইনি মদের কারবারের প্রতিবাদ করায় বেধড়ক মার খেলেন মহিলারা। আবগারি দফতরের আধিকারিকদের সামনেই মারধর তিন প্রতিবাদী মহিলাকে। এখানেই থেমে থাকেনি আক্রমণকারীরা।জাতীয় সড়ক অবরোধও করে তারা। দক্ষিণ দিনাজপুরের বংশীহারি ব্লকের দুটি গ্রামে এখনও উত্তেজনা রয়েছে। ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। দক্ষিণ দিনাজপুরের বংশীহারি ব্লকের চক সাদুল্লা ও সরাইহাট গ্রাম। প্রতিদিনই গ্রামদুটিতে বসে মদের আসর। মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে মহিলাদের ওপর নির্যাতনও রোজকার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। সোমবার গ্রামে বেআইনি মদের ঠেক ভাঙতে যান মহিলারা। সঙ্গে ছিলেন আবগারি দফতরের আধিকারিকরা।

আরও পড়ুন এমন মুরগি সম্ভাবত আপনি জীবনে দেখেননি

গ্রামে পৌছতেই দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা। এরপরেই প্রতিবাদী মহিলাদের বেধড়ক মারধর শুরু হয়। এখানেই শেষ নয়। আক্রমনকারী  মদ কারবারীরা পাচশো বারো নম্বর জাতীয় সড়ক  বালুরঘাট -মালদা সড়ক অবরোধ করে। প্রায় আধঘণ্টা ধরে চলে অবরোধ। বেগতিক দেখে এলাকা ছাড়েন আবগারি দফতরের আধিকারিকরা। ঘটনাস্থলে আসে বংশীহারি থানার পুলিস। অবরোধ ওঠে। তবে  এখনও উত্তেজনা রয়েছে। সরাইহাটে বসানো হয়েছে পুলিস পিকেট।

আরও পড়ুন  দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক দুটো খাবার জোগাড় করার জন্য গরু চড়াচ্ছেন!

.