রাতে ডাক্তার নেই, হাসপাতালে তিনঘণ্টা পড়ে থেকে মৃত্যু দুর্ঘটনায় আহত ব্যক্তির

রাতে ডাক্তার নেই। তাই চিকিত্‍সা পেলেন না পথ দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তি। তিনঘণ্টা পড়ে থেকে মৃত্যু হল তাঁর। গাফিলতি মালদহ মেডিক্যাল কলেজের। উত্তর দিনারপুরের করণদিঘিতে দুই লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন জীবন সিং নামে এত ব্যক্তি। রাত আড়াইটেয় তাঁকে নিয়ে আসা হয় মালদহ মেডিক্যাল কলেজে। কিন্তু, স্বাস্থ্যকর্মীরা জানান ডাক্তার না এলে চিকিত্‍সা সম্ভব নয়। পরিজনদের অভিযোগ, রাতভর বিনা চিকিত্‍সায় ওভাবেই পড়ে ছিলেন জীবন সিং। পৌনে সাতটা নাগাদ ডাক্তার এসে তাঁকে মৃত ঘোষণা করেন। গোটা ঘটনায় মুখে কুলুপ জেলা স্বাস্থ্য কর্তাদের। রোগীর সঙ্কটজনক ছিল, তাই মৃত্যু। সাফাই দিচ্ছেন তাঁরা।

Updated By: Sep 19, 2016, 08:39 PM IST
রাতে ডাক্তার নেই, হাসপাতালে তিনঘণ্টা পড়ে থেকে মৃত্যু দুর্ঘটনায় আহত ব্যক্তির

ওয়েব ডেস্ক: রাতে ডাক্তার নেই। তাই চিকিত্‍সা পেলেন না পথ দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তি। তিনঘণ্টা পড়ে থেকে মৃত্যু হল তাঁর। গাফিলতি মালদহ মেডিক্যাল কলেজের। উত্তর দিনারপুরের করণদিঘিতে দুই লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন জীবন সিং নামে এত ব্যক্তি। রাত আড়াইটেয় তাঁকে নিয়ে আসা হয় মালদহ মেডিক্যাল কলেজে। কিন্তু, স্বাস্থ্যকর্মীরা জানান ডাক্তার না এলে চিকিত্‍সা সম্ভব নয়। পরিজনদের অভিযোগ, রাতভর বিনা চিকিত্‍সায় ওভাবেই পড়ে ছিলেন জীবন সিং। পৌনে সাতটা নাগাদ ডাক্তার এসে তাঁকে মৃত ঘোষণা করেন। গোটা ঘটনায় মুখে কুলুপ জেলা স্বাস্থ্য কর্তাদের। রোগীর সঙ্কটজনক ছিল, তাই মৃত্যু। সাফাই দিচ্ছেন তাঁরা।

.