মোবাইলে আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল, আত্মঘাতী ১ মহিলা
মোবাইলে তাঁর আপত্তিকর ছবি তুলে তা এসএমএস-এর মাধ্যমে গ্রামে ছড়িয়ে দিয়েছিল কয়েকজন যুবক। সম্মান বাঁচাতে শেষপর্যন্ত আত্মঘাতী হলেন মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা জেসমিনা বিবি।
মোবাইলে তাঁর আপত্তিকর ছবি তুলে তা এসএমএস-এর মাধ্যমে গ্রামে ছড়িয়ে দিয়েছিল কয়েকজন যুবক। সম্মান বাঁচাতে শেষপর্যন্ত আত্মঘাতী হলেন মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা জেসমিনা বিবি।
মৃতার স্বামী বাবলু শেখের অভিযোগ, তাঁর স্ত্রীর আপত্তিকর ছবি তুলে এসএমএস-এর মাধ্যমে সারা গ্রামে ছড়িয়ে দিয়েছিল গ্রামের কয়েকজন যুবক। এরপরই তাঁকে ব্ল্যাকমেল করা শুরু হয়। এমনকী হুমকি ও কুপ্রস্তাবও দেওয়া হয়। প্রতিবাদ জানিয়েও কোনও লাভ হয়নি। সম্মানহানীর ভয়ে দিন দিন মানসিক বিপর্যস্ত হয়ে পড়ছিলেন জেসমিনা বিবি। সম্মান বাঁচাতে শেষে আত্মহত্যার পথই বেছে নেন জেসমিনা।
কিন্তু কী ভাবে তাঁর আপত্তিকর ছবি ওই যুবকদের হাতে পৌঁছাল তা নিয়ে ধোঁয়াসাতেই ছিলেন জেসমিনা। ঘটনায় মূল অভিযুক্ত কালু শেখ-সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ডোমকল থানায়। তদন্তে নেমেছে পুলিস।