লালগোলা এক্সপ্রেসে আগুন, আতঙ্কে ঝাঁপ দিলেন যাত্রীরা, গুরুতর আহত ৫

আগুনের আতঙ্কে আপ লালগোলা ট্রেনের কামরা থেকে লাইনে ঝাঁপ দিলেন কয়েকজন মহিলা। আজ দুপুরে কাঁকিনাড়া স্টেশনের কাছে মহিলা কম্পার্টমেন্ট থেকে ধোঁয়া বেরোতে দেখেন যাত্রীরা। মহিলা যাত্রীদের অভিযোগ, চেন টানা সত্ত্বেও থামেনি ট্রেন। এরপর আতঙ্কে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন কয়েকজন মহিলা। গুরুতর আহত হয়েছেন পাঁচ জন। তাঁদের হাতে ও মাথায় আঘাত লেগেছে।

Updated By: Jan 18, 2014, 09:23 PM IST

আগুনের আতঙ্কে আপ লালগোলা ট্রেনের কামরা থেকে লাইনে ঝাঁপ দিলেন কয়েকজন মহিলা। আজ দুপুরে কাঁকিনাড়া স্টেশনের কাছে মহিলা কম্পার্টমেন্ট থেকে ধোঁয়া বেরোতে দেখেন যাত্রীরা। মহিলা যাত্রীদের অভিযোগ, চেন টানা সত্ত্বেও থামেনি ট্রেন। এরপর আতঙ্কে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন কয়েকজন মহিলা। গুরুতর আহত হয়েছেন পাঁচ জন। তাঁদের হাতে ও মাথায় আঘাত লেগেছে।

যাত্রীদের চিত্‍কারে নৈহাটি স্টেশনের কাছে থামে ট্রেন। পরে নৈহাটি স্টেশনে দাঁড় করিয়ে পুরো ট্রেন পরীক্ষা করা হয়। শর্ট সার্কিট থেকেই ধোঁয়ায় ভরে যায় কামরা, জানিয়েছে রেল কর্তৃপক্ষ। পরীক্ষার পর লালগোলার উদ্দেশে রওনা দেয় ট্রেন।

.