ল্যান্ডমাইন আতঙ্ক গোয়ালতোড়ে
রবিবার সকালে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থেকে হুমগড়ে যাওয়ার রাস্তায় কালভার্টের উপর পড়ে থাকা টিফিন বক্স ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। টিফিন বক্স থেকে তার বেরিয়ে থাকায় সেটিকে ল্যান্ডমাইন বলে সন্দেহ করছে পুলিস।
রবিবার সকালে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থেকে হুমগড়ে যাওয়ার রাস্তায় কালভার্টের উপর পড়ে থাকা টিফিন বক্স ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। টিফিন বক্স থেকে তার বেরিয়ে থাকায় সেটিকে ল্যান্ডমাইন বলে সন্দেহ করছে পুলিস। টিফিন বক্সের পাশে বেশ কিছু মাওবাদী পোস্টার ছড়ানো ছিল। তাতে জঙ্গলমহলে মাওবাদীদের ডাকা বনধ সফল করার ডাক দেওয়া হয়েছে। কিষেণজি লাল সেলাম লেখা পোস্টারগুলিতে তৃণমূলের ভৈরববাহিনীর সদস্যদের শাস্তির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। রবিবার সকালে গ্রামবাসীরা ওই টিফিনবক্স দেখতে পেয়ে গোয়ালতোড় থানায় খবর দেন। পুলিস ঘটনাস্থলে পৌঁছে জায়গাটি ঘিরে রেখেছে। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডে।