আন্দোলনে নামল বোলপুরের জমিদাতারা
শিল্পের জন্য নেওয়া জমিতে আবাসন করা যাবে না। অধিগৃহীত জমিতে যদি শিল্প না হয় তবে জমি ফেরত দিতে হবে। এই দাবি নিয়ে আন্দোলনে নামল বোলপুরের জমিদাতারা। দুহাজার এক সাল নাগাদ বোলপুরের শিবপুর এলাকায় শিল্পের জন্য তিনশ একর জমি অধিগ্রহণ করে সরকার। এতদিন সেই জমি পড়েই ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই জমিতে গীতবিতান নামে একটি মিনিসিটি গড়ার কথা ঘোষণা করেছেন।
ওয়েব ডেস্ক: শিল্পের জন্য নেওয়া জমিতে আবাসন করা যাবে না। অধিগৃহীত জমিতে যদি শিল্প না হয় তবে জমি ফেরত দিতে হবে। এই দাবি নিয়ে আন্দোলনে নামল বোলপুরের জমিদাতারা। দুহাজার এক সাল নাগাদ বোলপুরের শিবপুর এলাকায় শিল্পের জন্য তিনশ একর জমি অধিগ্রহণ করে সরকার। এতদিন সেই জমি পড়েই ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই জমিতে গীতবিতান নামে একটি মিনিসিটি গড়ার কথা ঘোষণা করেছেন।
আরও পড়ুন খারাপ ক্যাপ্টেনরা কীভাবে কত প্রতিভাবান মানুষের জীবনটা নষ্ট করে দেয়
তারপরেই আন্দোলনে নেমেছেন জমিদাতারা। তাঁদের দাবি জমিতে শিল্প হয়ে কর্মসংস্থান হত, আবাসন হলে তা হবে না। তাদের দাবি এই অবস্থায় হয় জমি ফেরত দিতে হবে, নয় ক্ষতিপূরণ দিতে হবে।
আরও পড়ুন চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তপ্ত বারাসতের জেলা প্রাইমারি দফতর