পুজোর মুখে কর্মহীন হওয়ার মুখে কয়েক হাজার শ্রমিক

বহিরাগতদের নিয়ে কারখানা চালানোর  প্রতিবাদ। শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত হলদিয়ার রুচি কারখানা। সকাল থেকে কাজ বন্ধ করে কারখানার মেইন গেটের সামনে আন্দোলনে সাতশোরও বেশি শ্রমিক। ফলে পুজোর মুখে কারখানার বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Updated By: Oct 4, 2016, 10:11 AM IST

ওয়েব ডেস্ক : বহিরাগতদের নিয়ে কারখানা চালানোর  প্রতিবাদ। শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত হলদিয়ার রুচি কারখানা। সকাল থেকে কাজ বন্ধ করে কারখানার মেইন গেটের সামনে আন্দোলনে সাতশোরও বেশি শ্রমিক। ফলে পুজোর মুখে কারখানার বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

অন্যদিকে শ্রমিক অসন্তোষে সাসপেনশন ওফ ওয়ার্কের নোটিস ঝুলল কুন্তীঘাট স্টেশন লাগোয়া রেয়ন কারখানায়। কম বোনাস দেওয়ায় সোমবার থেকে শ্রমিকদের মধ্যে ক্ষোভ বাড়ছিল। বিকেল থেকে কাজ বন্ধ করে দেয় শ্রমিকরা। সকালে কারখানার গেটে নোটিস ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। এর প্রতিবাদে ব্যান্ডেল-কাটোয়া লাইনের কুন্তী ঘাট স্টেশনে রেল অবরোধ করেন শ্রমিকরা।

.