আজ হলদিয়া আদালতে পেশ করা হবে লক্ষণ শেঠকে
আজ হলদিয়া আদালতে পেশ করা হবে সিপিআইএম নেতা ও তমলুকের প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠকে। আদালতে তোলা হবে অশোক গুড়িয়া ও প্রাক্তন সিপিআইএম বিধায়ক অমিয় সাহুকেও। নন্দীগ্রাম নিখোঁজকাণ্ডে শনিবার মুম্বইয়ের চেম্বুরের একটি গেস্ট হাউস থেকে তাঁদের ৩ জনকে গ্রেফতার করে সিআইডি। ইতিমধ্যেই লক্ষণ শেঠ সহ ৮৮ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে সিআইডি।
আজ হলদিয়া আদালতে পেশ করা হবে সিপিআইএম নেতা ও তমলুকের প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠকে। আদালতে তোলা হবে অশোক গুড়িয়া ও প্রাক্তন সিপিআইএম বিধায়ক অমিয় সাহুকেও। নন্দীগ্রাম নিখোঁজকাণ্ডে শনিবার মুম্বইয়ের চেম্বুরের একটি গেস্ট হাউস থেকে তাঁদের ৩ জনকে গ্রেফতার করে সিআইডি। ইতিমধ্যেই লক্ষণ শেঠ সহ ৮৮ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে সিআইডি।
আপাতত তিন নেতাকে ভবানীভবনে রাখা হয়েছিল। সেখানে গোয়েন্দারা তাঁদের টানা জেরা করেন। ধৃত সিপিআইএম নেতারা ঘটনার দিন কোথায় ছিলেন, কি করছিলেন, তা জানতে চান গোয়েন্দারা। সোমবার ভবানীভবনে গিয়ে অভিযুক্তদের সঙ্গে দেখা করেন তাঁদের আইনজীবীরা।
অন্যদিকে, নন্দীগ্রামে নিখোঁজদের পরিবারের সদস্যরা হলদিয়া মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনে আবেদন জানিয়েছেন। আবেদনে বলা হয়েছে, কোনও আইনজীবী যেন লক্ষ্ণণ শেঠের হয়ে না দাঁড়ান। লক্ষ্মণ শেঠের স্ত্রী তমালিকা পণ্ডা শেঠের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই তাঁর স্বামীকে ফাঁসানো হয়েছে। প্রয়োজনে হাইকোর্টে যাওয়ার কথা জানিয়েছেন তমালিকা পণ্ডা শেঠ।