শিয়রে শমন, মদন তামাং হত্যাকাণ্ডে চার্জশিটে গুরুং থেকে গিরি, এখনই পাহাড় অচল করছে না মোর্চা

প্রায় পাঁচ বছর পর গোর্খা লিগ নেতা মদন তামাং হত্যা মামলায় চার্জশিট জমা দিল সিবিআই। নগর দায়রা আদালতে বিমল গুরুং, রোশন গিরি, হরকা বাহাদুর ছেত্রীসহ মোর্চার শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় সিবিআইয়ের স্পেশাল ক্রাই ম ব্রাঞ্চ। নাম রয়েছে বিমল গুরুংয়ের স্ত্রী আশা গুরুংয়েরও। ২০১০, ২১ মে প্রকাশ্য দিবালোকে চকবাজারের জনবহুল রাস্তায় কুপিয়ে খুন করা হয় মদন তামাংকে। সিআইডি তদন্ত শুরু করলেও সেই তদন্তে আস্থা রাখতে পারেননি মদন তামাংয়ের স্ত্রী ভারতী তামাং। আদালতের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হয়। তবে প্রধান অভিযুক্তদের কাউকেই গ্রেফতার করতে পারেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। চার্জশিটে সিবিআই জানিয়েছে, সিআইডি হেফাজত থেকে পালানো অন্যতম অভিযুক্ত নিকল তামাং এখন নেপালে গা ঢাকা দিয়ে রয়েছে। চার্জশিটে মোর্চা নেতাদের বিরুদ্ধে খুন, ষড়যন্ত্র ও দাঙ্গা বাধানোর অভিযোগ আনা হয়েছে।

Updated By: May 30, 2015, 12:21 PM IST
শিয়রে শমন, মদন তামাং হত্যাকাণ্ডে চার্জশিটে গুরুং থেকে গিরি, এখনই পাহাড় অচল করছে না মোর্চা

ওয়েব ডেস্ক: প্রায় পাঁচ বছর পর গোর্খা লিগ নেতা মদন তামাং হত্যা মামলায় চার্জশিট জমা দিল সিবিআই। নগর দায়রা আদালতে বিমল গুরুং, রোশন গিরি, হরকা বাহাদুর ছেত্রীসহ মোর্চার শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় সিবিআইয়ের স্পেশাল ক্রাই ম ব্রাঞ্চ। নাম রয়েছে বিমল গুরুংয়ের স্ত্রী আশা গুরুংয়েরও। ২০১০, ২১ মে প্রকাশ্য দিবালোকে চকবাজারের জনবহুল রাস্তায় কুপিয়ে খুন করা হয় মদন তামাংকে। সিআইডি তদন্ত শুরু করলেও সেই তদন্তে আস্থা রাখতে পারেননি মদন তামাংয়ের স্ত্রী ভারতী তামাং। আদালতের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হয়। তবে প্রধান অভিযুক্তদের কাউকেই গ্রেফতার করতে পারেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। চার্জশিটে সিবিআই জানিয়েছে, সিআইডি হেফাজত থেকে পালানো অন্যতম অভিযুক্ত নিকল তামাং এখন নেপালে গা ঢাকা দিয়ে রয়েছে। চার্জশিটে মোর্চা নেতাদের বিরুদ্ধে খুন, ষড়যন্ত্র ও দাঙ্গা বাধানোর অভিযোগ আনা হয়েছে।

মদন তামাং খুনে চার্জশিটের পর সিবিআইয়েরই বা স্ট্যাটেজি কী হবে? আপাতত সেই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতিতে। চার্জশিটে নাম রয়েছে সভাপতি বিমলগুরুং সহ মোর্চার প্রায় সব শীর্ষ নেতার। এখনই কী এদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করবে সিবিআই? চার্জশিটে অভিযুক্ত অনেক মোর্চা নেতা ওই মামলায় জামিনে মুক্ত। সিবিআই কি এখনই তাঁদের কাস্টডিয়াল ট্রায়েলের জন্য হেফাজতে পাঠানোর আবেদন জানাবে? সেই উত্তরের দিকে তাকিয়ে আছে মোর্চাও।

.