ফলন বেশি, জোগান বেশি, দামটাই কম, ভিন রাজ্যে যাচ্ছে আম

প্রচুর খরচ করে চাষ করেও লাভ হল না নদিয়ার আমচাষীদের। রাজ্যের বাজারে আমের যোগান বেশি। আমের তাই দাম নেই। তাই বাক্স বন্দি করে তাঁরা আম পাঠাচ্ছেন ভিন রাজ্যে। 

Updated By: May 30, 2015, 12:04 PM IST
ফলন বেশি, জোগান বেশি, দামটাই কম, ভিন রাজ্যে যাচ্ছে আম

ওয়েব ডেস্ক: প্রচুর খরচ করে চাষ করেও লাভ হল না নদিয়ার আমচাষীদের। রাজ্যের বাজারে আমের যোগান বেশি। আমের তাই দাম নেই। তাই বাক্স বন্দি করে তাঁরা আম পাঠাচ্ছেন ভিন রাজ্যে। 

ফলন বেশি। তাই এবার জোগানও বেশি। অন্যান্য বছর এ সময় আমের দাম যেখানে থাকে ৩০ থেকে ৪০ টাকা, সেখানে এ বছর আমের দাম প্রায় অর্ধেক। ১৫ থেকে ১৮ টাকা। তাই নদিয়ার সীমান্তবর্তী গ্রাম আড়ংঘাটা, ফুলিয়া, শান্তিপুর, ধানতলা সহ অন্য জায়গার আমচাষীরা বাক্সবন্দি করে আম পাঠাচ্ছেন ভিন রাজ্যে। 

আমের মরসুম চলে যাবার সঙ্গে সঙ্গেই আমগাছের পরিচর্চা শুরু হয়ে যায়। সারা বছর আমচাষীরা তাকিয়ে থাকেন লাভের আশায়। কিন্তু এ বছর আমের ফলন কৃষকদের সে আশায় জল ঢেলে দিয়েছে। 

.