রাজনীতির একোন রাত? পারলৌকিক কাজেও পিছু শাসকের

মধ্যমগ্রামের নির্যাতিতার শেষকাজেও পিছু ছাড়ল না রাজনীতি। নিমতলায় মৃত কিশোরীর প্রতিবেশী এবং আত্মীয়দের ক্ষোভের মুখে পড়লেন এক তৃণমূল নেতা। আজ সকালে নিমতলায় পারলৌকিক কাজ চলাকালীন তৃণমূল নেতা পরিচয় দিয়ে সেখানে হাজির হন অশোক কুমার ঝা নামে এক ব্যক্তি। দাবি করেন, কিশোরীর পরিবারকে সবরকম সাহায্য করছে রাজ্য সরকার। এরপরই ক্ষুব্ধ জনতার তাড়া খেয়ে এলাকা ছাড়তে হয় ওই তৃণমূল নেতাকে।

Updated By: Jan 3, 2014, 07:12 PM IST

মধ্যমগ্রামের নির্যাতিতার শেষকাজেও পিছু ছাড়ল না রাজনীতি। নিমতলায় মৃত কিশোরীর প্রতিবেশী এবং আত্মীয়দের ক্ষোভের মুখে পড়লেন এক তৃণমূল নেতা। আজ সকালে নিমতলায় পারলৌকিক কাজ চলাকালীন তৃণমূল নেতা পরিচয় দিয়ে সেখানে হাজির হন অশোক কুমার ঝা নামে এক ব্যক্তি। দাবি করেন, কিশোরীর পরিবারকে সবরকম সাহায্য করছে রাজ্য সরকার। এরপরই ক্ষুব্ধ জনতার তাড়া খেয়ে এলাকা ছাড়তে হয় ওই তৃণমূল নেতাকে।

তার দেহ নিয়ে মর্মান্তিক টানা পোড়েনের সাক্ষী হয়েছিল কলকাতা। মধ্যগ্রামের সেই কিশোরীর পারলৌকিক কাজেও লেগে গেল রাজনীতির রঙ। টানাপোড়েনের জেরে তিন তিন বার নিমতলায় নিয়ে যেতে হয়েছিল ওই কিশোরীর দেহ। শুক্রবার সকালে সেখানেই পারলৌকিক কাজের জন্য গিয়েছিলেন কিশোরীর আত্মীয় প্রতিবেশিরা। হঠাত্‍ই সেখানে হাজির হন অশোককুমার ঝা নামে এক ব্যক্তি। নিজেকে বিহারের মধুবনীর তৃণমূল কংগ্রেস নেতা বলে পরিচয় দেন তিনি। দাবি করেন, আগাগোড়া কিশোরীর পরিবারের পাশেই ছিল তৃণমূল সরকার। কাঠগড়ায় তোলেন সিপিআইএমকে।

কিশোরীর আত্মীয়-প্রতিবেশিদের তাড়া খেয়ে পালিয়ে কুড়ি নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আশ্রয় নেন অশোক কুমার ঝা। অন্যদিকে মধ্যমগ্রামে ঘটনায় বিহার সরকারের বিরুদ্ধে এক্তিয়ার বহির্ভূত কাজের অভিযোগ আনলেন ফিরহাদ হাকিম। তাঁর অভিযোগ, বিহার সরকারের পদক্ষেপ যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত। এ নিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারেরও সমালোচনা করেন পুরমন্ত্রী। মধ্যমগ্রামের ঘটনায় সিপিআইএমের দিকেই অভিযোগের আঙুল তোলেন তিনি।

.