মাজদিয়ায় ধৃতদের ফের জেল হেফাজত

মাজদিয়ায় অধ্যক্ষ নিগ্রহের ঘটনায় ফের তিন ছাত্রের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল কৃষ্ণনগর সিজেএম আদালত। এই নিয়ে ৩ বার জেল হেফাজতে পাঠানো হল এসএফআই সমর্থক ওই ছাত্রদের।

Updated By: Feb 4, 2012, 04:45 PM IST

মাজদিয়ায় অধ্যক্ষ নিগ্রহের ঘটনায় ফের তিন ছাত্রের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল কৃষ্ণনগর সিজেএম আদালত। এই নিয়ে ৩ বার জেল হেফাজতে পাঠানো হল এসএফআই সমর্থক ওই ছাত্রদের। সাতই জানুয়ারি মাজদিয়া সুধীররঞ্জন লাহিড়ি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সরোজেন্দ্র করকে নিগ্রহের ঘটনা ঘটে। ৮ জানুয়ারি থেকে জেল হেফাজতে রয়েছেন ওই তিন ছাত্র। ১৮ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন নির্ধানণ করেছে আদালত। চব্বিশে জানুয়ারি জেলা জজ কোর্টে তাঁদের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে।
চলতি বছরের ৮ জানুয়ারি মাজদিয়া কলেজের অধ্যক্ষ সরোজেন্দ্রনাথ করকে এসএফআই সমর্থকরা নিগ্রহ করে বলে অভিযোগ ওঠে। এই অভিযোগে সেদিনই ওই কলেজের তিন ছাত্রকে গ্রেফতার করেছিল পুলিস। জামিন অযোগ্য ধারায় গ্রেফতার হওয়ায় এর পর তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। সেই থেকে সংশোধনাগারেই বন্দি তিন ছাত্র। যদিও ওই সময় রায়গঞ্জ ও রামপুরহাট কলেজে অধ্যক্ষ নিগ্রহের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা করেছিল পুলিস। একই ধরণের ঘটনায় পুলিসের দুরকম আচরণে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। তবে তাতেও মাজদিয়াকাণ্ডে অভিযুক্ত এসএফআই সমর্থকদের মুক্তির কোনও উদ্যোগ নেয়নি সরকার।

এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে এসএফআই নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, "রাজ্য সরকার প্রতিহিংসা চরিতার্থ করতে পড়ুয়াদের জেলে ভরে রেখেছে। বিভাজনের রাজনীতি করছে সরকার"। ওদিকে তৃণমূল ছাত্র পরিষদ নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, "আদালত তার সিদ্ধান্ত জানিয়েছে। এতে সরকারের কিছু করার নেই। জামিন দরকার হলে উচ্চ আদালতের দ্বারস্থ হতে পারেন অভিযুক্তরা"।
সোমবার হাইকোর্টে তিন ছাত্র পুষ্পেন সরকার, প্রণব ঘোষ এবং অভিজিত্‍ হালদারের জামিনের আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে।

.