গ্রেফতার করা হল মজিদ মাস্টারকে, রাতে জামিন

হামলার প্রতিবাদে মিছিল করার পর গ্রেফতার করা হল সিপিআইএম নেতা মজিদ মাস্টারকে। বারাসত থানার পুলিস তাঁকে গ্রেফতার করেছে। গতকাল রাতে উত্তর চব্বিশ পরগনার শাসনের বেলিয়াঘাটায় সিপিআইএম কার্যালয়ে হামলা চালায় একদল দুষ্কৃতী।

Updated By: Apr 14, 2013, 07:55 PM IST

মিথ্যা অভিযোগে মজিদ মাস্টারকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করল সিপিআইএম। আজ শাসনের বেলিয়াঘাটা থেকে সিপিআইএম নেতা মজিদ মাস্টারকে গ্রেফতার করে বারাসত থানার পুলিস। রাতেই তাঁকে জামিনে ছেড়ে দেওয়া হয়। পুলিস জানিয়েছিল, বেলিয়াঘাটায় সিপিআইএম কার্যালয়ে হামলার প্রতিবাদে মিছিল করে উত্তেজনা ছড়াচ্ছিলেন মজিদ মাস্টার। তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে।
কিন্তু সিপিআইএম নেতা নেপালদেব ভট্টাচার্যের দাবি, পুলিসের অনুরোধেই তাঁরা মিছিলের কর্মসূচি বাতিল করেন। দলীয় কার্যালয়ে গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র আনতে গিয়েছিলেন মজিদ মাস্টার। তখনই তাঁকে গ্রেফতার করে পুলিস। গতরাতে শাসনের বেলিয়াঘাটায় সিপিআইএম কার্যালয়ে হামলার পাশাপাশি ব্যাপক বোমাবাজিও হয়। তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তোলে সিপিআইএম। তারপর আজ মজিদ মাস্টারকে গ্রেফতার করা হয়। তবে রাতেই মজিদ মাস্টারকে জামিনে ছেড়ে দেয় পুলিস।  

.