মালদায় বন্যা পরিস্থিতি ক্রমশ খারপা হচ্ছে

ক্রমশই ভয়াবহ আকার নিচ্ছে মালদার বন্যা পরিস্থিতি। চরম বিপদসীমার ওপর দিয়ে বইছে ফুলহার নদী। জল বেড়েছে গঙ্গা ও মহানন্দা নদীর। হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকে নতুন করে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি এলাকা।

Updated By: Jul 13, 2013, 12:21 PM IST

ক্রমশই ভয়াবহ আকার নিচ্ছে মালদার বন্যা পরিস্থিতি। চরম বিপদসীমার ওপর দিয়ে বইছে ফুলহার নদী। জল বেড়েছে গঙ্গা ও মহানন্দা নদীর। হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকে নতুন করে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি এলাকা।
পারভালুকা, উত্তর ও দক্ষিণ ভাকুরিয়া, মিঞাহাট, কাউয়াটোলাসহ বিভিন্ন এলাকার প্রায় পাঁচ হাজার মানুষ জলবন্দি হয়ে পড়েছেন। সরকারিভাবে দুর্গতদের জন্য এখনও কোনও ত্রাণ পৌঁছয়নি বলে অভিযোগ। কালিয়াচক তিনের পারদেওনাপুরে জলবন্দি হয়ে রয়েছেন প্রায় নশোজন। মানিকচক ব্লকের ডোমহাট, জোটপাট্টাসহ বিস্তীর্ণ এলাকায় নতুন করে শুরু হয়েছে নদীভাঙন।  সরকারিভাবে ভাঙন প্রতিরোধে সেভাবে উদ্যোগ চোখে না পড়ায় নিজেরাই নিরাপদ স্থানে সরে যেতে শুরু করেছেন দুর্গত এলাকার মানুষ।    

.