নদিয়ায় প্রশাসনিক বৈঠকে ব্যাপক ক্ষোভ মুখ্যমন্ত্রীর, তবে সুর পাল্টে ক্যামেরার সামনে দরাজ সার্টিফিকেট

নদিয়ায় প্রশাসনিক বৈঠকে কয়েকটি দফতরের কাজ নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাইরে বেরিয়েই পাল্টে গেল সুর। জেলা পরিষদ এবং সরকারি অফিসারদের ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর গলায়। এমনকি অর্থ বর্ষ শেষ হলে নদিয়া জেলাকে মডেল ঘোষণা করারও ভাবনা রয়েছে তাঁর। ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী।

Updated By: Dec 18, 2013, 05:33 PM IST

নদিয়ায় প্রশাসনিক বৈঠকে কয়েকটি দফতরের কাজ নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাইরে বেরিয়েই পাল্টে গেল সুর। জেলা পরিষদ এবং সরকারি অফিসারদের ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর গলায়। এমনকি অর্থ বর্ষ শেষ হলে নদিয়া জেলাকে মডেল ঘোষণা করারও ভাবনা রয়েছে তাঁর। ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী।

নদিয়ার জনস্বাস্থ্য কারিগরি দফতরকে ৪৩০ কোটি টাকা দেওয়া হয়েছিল প্রকল্প বাস্তবায়িত করার জন্য। কিন্তু বাস্তবে খরচ হয়েছে মাত্র ৩০ থেকে ৪০ কোটি টাকা। প্রশাসনিক বৈঠকে এই তথ্য উঠে আসার পরই কার্যত অগ্নিশর্মা হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুর চড়ান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ও।

এতগুলো টাকা দেওয়া হলেও আর্সেনিক দূষণে আক্রান্ত নদিয়ায় এত সামান্য টাকা খরচ হল কেন? এটা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। সেচ দফতরের কাজেও খুশি নন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, কয়েকজন বিডিওকে একশ দিনের কাজে গতি আনতেও নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ, জব কার্ডের জন্য যেন কারও প্রকল্পে কাজ পেতে অসুবিধা না হয়। এই প্রকল্পের কাজে গতি আনতে সারা বছর জব কার্ড ইস্যুর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

তবে বৈঠক থেকে বেরোনোর পর পাল্টে গেল সুর। পঞ্চায়েত নির্বাচনে নদিয়া জেলা পরিষদ দখল করেছে তৃণমূল কংগ্রেস। এ অবস্থায় জেলা প্রশাসনের কাজে গাফিলতি থাকলেও প্রকাশ্যে তার সমালোচনা করলে রাজনৈতিক ভাবে ক্ষতি হতে পারে। এই আশঙ্কায় ক্যামেরার সামনে জেলা প্রশাসনকে দরাজ সার্টিফিকেট দিলেন মুখ্যমন্ত্রী। এমনটি মনে করছে রাজনৈতিক মহল।

.