ঐক্যেই উন্নয়ন

দার্জিলিঙে গিয়ে অখণ্ড রাজ্যের পক্ষেই ফের সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জিটিএ চুক্তিতে গোর্খাল্যান্ডের উল্লেখ উষ্কে দিয়েছিল বিতর্ক। সমালোচনার মুখে পড়ে সরকার। প্রশ্ন ওঠে, জিটিএ চুক্তিতে গোর্খাল্যান্ড শব্দের উল্লেখ কী ভবিষ্যতে পৃথক রাজ্যের দাবিতে মোর্চার হাতকেই শক্ত করবে না? ফলে এবারের পাহাড় সফরে এই ইস্যুতে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করার তাগিদ ছিল মুখ্যমন্ত্রীর।

Updated By: Oct 11, 2011, 05:20 PM IST

দার্জিলিঙে গিয়ে অখণ্ড রাজ্যের পক্ষেই ফের সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জিটিএ চুক্তিতে গোর্খাল্যান্ডের উল্লেখ উষ্কে দিয়েছিল বিতর্ক। সমালোচনার মুখে পড়ে সরকার। প্রশ্ন ওঠে, জিটিএ চুক্তিতে গোর্খাল্যান্ড শব্দের উল্লেখ কী ভবিষ্যতে পৃথক রাজ্যের দাবিতে মোর্চার হাতকেই শক্ত করবে না? ফলে এবারের পাহাড় সফরে এই ইস্যুতে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করার তাগিদ ছিল মুখ্যমন্ত্রীর। দার্জিলিংয়ের ম্যালে পর্যটন উত্সবের উদ্বোধনে বিমল গুরুং, রোশন গিরিদের ;পাশে বসিয়ে ফের মুখ্যমন্ত্রী বললেন,উন্নয়নের পথে একযোগেই এগোতে হবে পাহাড় ও সমতলকে। সেইসঙ্গে পাহাড়বাসীর প্রত্যাশা পূরণে ঢালাও প্রকল্পেরও ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের অস্ত্রেই বস্তুত যাবতীয় বিতর্ককে পিছনে ঠেলে দিতে চেয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, পাহাড়ের আর্থিক প্যাকেজের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একদিকে জিটিএ-র রূপায়ণ,অন্যদিকে পাহাড়ে উন্নয়ন। আপাতত এ দুয়ের হাত ধরেই পাহাড় সমস্যা মোকাবিলার পথে হাঁটতে চাইছেন মুখ্যমন্ত্রী।

.