মঞ্চের মহাত্মা গান্ধী পা ছুঁয়ে আশীর্বাদ চাইলেন মুখ্যমন্ত্রীর কাছে, পাশেই মমতার `মমতার` আশায় দাঁড়িয়ে নেতাজী

মহাত্মা গান্ধী, পা ছুঁয়ে আশীর্বাদ চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর শুভেচ্ছার অপেক্ষায় পাশেই দাঁড়িয়ে নেতাজী সুভাষচন্দ্র বসু। বাস্তবে নয়, এমন ঘটনাই ঘটল রঙ্গমঞ্চের আলো আঁধারিতে। বারাসতে আঠারোতম যাত্রা উতসবের সূচনা অনুষ্ঠানে অভিনেতাদের আমন্ত্রণে এভাবেই মুখ্যমন্ত্রী মঞ্চে মিশে গেলেন রামকৃষ্ণ, সুভাষ বোস আর গান্ধীজির সঙ্গে। মঞ্চ জুড়ে ক্ষুদিরাম, মহাত্মা গান্ধী, সুভাষ বোস। চড়া মেকআপ আর সাজ সজ্জায় যেন জীবন্ত। বারাসতে আঠারোতম যাত্রা উতসবের সূচনা অনুষ্ঠানে পরতে পরতে ইতিহাসের ছোঁয়া। আর তারই মাঝে উজ্জ্বল বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Updated By: Feb 7, 2014, 10:52 AM IST

মহাত্মা গান্ধী, পা ছুঁয়ে আশীর্বাদ চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর শুভেচ্ছার অপেক্ষায় পাশেই দাঁড়িয়ে নেতাজী সুভাষচন্দ্র বসু। বাস্তবে নয়, এমন ঘটনাই ঘটল রঙ্গমঞ্চের আলো আঁধারিতে। বারাসতে আঠারোতম যাত্রা উতসবের সূচনা অনুষ্ঠানে অভিনেতাদের আমন্ত্রণে এভাবেই মুখ্যমন্ত্রী মঞ্চে মিশে গেলেন রামকৃষ্ণ, সুভাষ বোস আর গান্ধীজির সঙ্গে। মঞ্চ জুড়ে ক্ষুদিরাম, মহাত্মা গান্ধী, সুভাষ বোস। চড়া মেকআপ আর সাজ সজ্জায় যেন জীবন্ত। বারাসতে আঠারোতম যাত্রা উতসবের সূচনা অনুষ্ঠানে পরতে পরতে ইতিহাসের ছোঁয়া। আর তারই মাঝে উজ্জ্বল বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আর তিনি মঞ্চে উঠতেই দেখা গেল গান্ধীজি, সুভাষ বসুরা মুখ্যমন্ত্রীরই আর্শীবাদ নেওয়ার অপেক্ষায়। এদিন যাত্রা শিল্পীদের ভাতা বাড়ানোর ঘোষণাও মঞ্চে করেন মুখ্যমন্ত্রী।

উদ্বোধনী পালা হিসেবে বৃহস্পতিবার দেখানো হয় নট্ট কোম্পানির এ যুগের দুর্গা পালাটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলেই পালায় তৈরি হয়েছে দেবী দুর্গার চরিত্রটি। চোখা চোখা সংলাপে চিটফাণ্ডের বিরুদ্ধে প্রচার করা হয় পালায়। চিটফান্ড দুর্নীতির জন্য বাম জমাকেই দায়ী করে বিকল্প হিসাবে রাজ্য সরকারের স্বল্প সঞ্চয় প্রকল্পের ঢালাও প্রচার চলে অনুষ্ঠানে।

.