শিশু পাচার রুখতে উত্তরবঙ্গ সফরে মমতার কড়া বার্তা

শিশু পাচার কাণ্ডে কোনও রেয়াত নয়। রাজনৈতিক রং না দেখেই ব্যবস্থা। কোনও প্রভাবশালী তত্ত্বও খাটবে না। জলপাইগুড়ি জেলার সমস্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্তা এবং নেতা- মন্ত্রীদের উপস্থিতিতে একথা বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

Updated By: Mar 28, 2017, 06:34 PM IST
শিশু পাচার রুখতে উত্তরবঙ্গ সফরে মমতার কড়া বার্তা

ওয়েব ডেস্ক: শিশু পাচার কাণ্ডে কোনও রেয়াত নয়। রাজনৈতিক রং না দেখেই ব্যবস্থা। কোনও প্রভাবশালী তত্ত্বও খাটবে না। জলপাইগুড়ি জেলার সমস্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্তা এবং নেতা- মন্ত্রীদের উপস্থিতিতে একথা বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

মাস খানেক আগে সামনে আসে জলপাইগুড়ির শিশুপাচার চক্র। তোলপাড় পড়ে যায় রাজ্যজুড়ে। ঘটনায় বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে। CID তদন্তও চলছে। তাই জলপাইগুড়ি সফরে শিশু পাচার কাণ্ডই যে মুখ্যমন্ত্রীর আলোচনার মুখ্য বিষয় হবে তা কিছুটা প্রত্যাশিতই ছিল। শিশু পাচারের মত ঘটনা তাঁর সরকার যে কোনওভাবেই বরদাস্ত করবে না সেকথা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকে রীতিমত ধমকে সতর্ক করলেন।

ভৌগলিক অবস্থানগত কারণে একদিকে বাংলাদেশ, আর একদিকে নেপাল-ভূটান। পাচারকারীদের কাছে একেবারে আদর্শ জলপাইগুড়ি। স্পর্শকাতর পরিবেশের কথা স্মরণ করিয়েই মুখ্যমন্ত্রীর নির্দেশ প্রশাসনিক স্তরে সমন্বয় রাখুন। তিনি যে কোনও যুক্তিই শুনতে নারাজ তা বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

জলপাইগুড়ি শিশু পাচারকাণ্ডে বেশকিছু রাজনৈতিক নাম সামনে এসেছে। অভিযোগ, পাচারকারীরা রাজনৈতিক ঢালের আড়ালে থেকে রক্ষাকবচ তৈরি করে। এই ষড়যন্ত্রও যে ফলপ্রসূ হবে না তাও বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। শিশু পাচারের মত অপরাধ রুখতে প্রশাসনের সব স্তরকে নির্দেশ দেন তিনি। (আরও পড়ুন-পথ ভুলে রায়গঞ্জে ঊনআশির জার্মান বৃদ্ধ)

.