ঘরে ঘরে চাকরি পেয়েছেন তৃণমূল কর্মীরা, ভবিষ্যতেও পাবেন, বালুরঘাটে তৃণমূলের কর্মীসভায় মন্তব্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির
ঘরে ঘরে তৃণমূল কর্মীরা চাকরি পেয়েছেন, ভবিষ্যতেও পাবেন। বালুরঘাটে তৃণমূলের কর্মীসভায় গিয়ে এমনই আশ্বাস দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। ভোটের মুখে পর্ষদ সভাপতির মন্তব্য ঘিরে তোলপাড় রাজনৈতিক মহল।
ঘরে ঘরে তৃণমূল কর্মীরা চাকরি পেয়েছেন, ভবিষ্যতেও পাবেন। বালুরঘাটে তৃণমূলের কর্মীসভায় গিয়ে এমনই আশ্বাস দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। ভোটের মুখে পর্ষদ সভাপতির মন্তব্য ঘিরে তোলপাড় রাজনৈতিক মহল।
ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী বলেছিলেন শিক্ষাঙ্গনে দলতন্ত্র চলবে না।
কিন্তু, ভোট আসতেই অন্য ছবি। যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে শিক্ষাবিদ সুগত বসুকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের প্রার্থী হওয়ার পর সুগত বসুর প্রেসিডেন্সির মেন্টর গ্রুপের প্রধান থাকা উচিত কিনা সে নিয়ে গণভোটে অধিকাংশ ছাত্রছাত্রী সুগত বসুর মেন্টর থাকার বিপক্ষে মত দেন।বিতর্ক গড়ায় নির্বাচন কমিশন পর্যন্ত। আর এবার সরাসরি তৃণমূল কর্মীদের প্রকাশ্যে চাকরি দেওয়ার আশ্বাস দিলেন প্রাথমিক শিক্ষা পর্যদ সভাপতি মানিক ভট্টাচার্য।
লোকসভা ভোটের ঠিক মুখে মানিক ভট্টাচার্যের এহেন মন্তব্যে সমালোচনার ঝড় রাজনৈতিক মহলে।
বিপাকে পড়ে মানিক ভট্টাচার্যের সাফাই তৃণমূলের কর্মীসভায় নয়, শিক্ষক সম্মেলনে ওই মন্তব্য করেছেন তিনি।
কিন্তু শিক্ষক সম্মেলন হোক বা কর্মিসভা, এভাবে বিশেষ একটি দলের কর্মীদের চাকরি দেওয়ার কথা কি বলতে পারেন কোনও সরকারি আধিকারিক? তাহলে শিক্ষাকে দলতন্ত্র মুক্ত করার প্রতিশ্রুতি কি শুধুই কথার কথা ?