১২ কামরাই চাই, মাতৃভূমি স্পেশাল ট্রেনের দাবিতে অবরোধে মাথা ফাটল মহিলা যাত্রীর
ফের 'মাতৃভূমি' বিতর্ক। কামরা বাড়ানোর দাবিতে শিয়ালদহ বনগাঁ শাখায় দফায় দফায় অবরোধ করছেন মহিলাযাত্রীরা। সকালে বামনগাছিতে রেল অবরোধ করেন মহিলা যাত্রীরা। ঘণ্টাখানেকেরও বেশি সময় পড়ে বামনগাছির অবরোধ উঠে যায়। নয় কামরার বদলে বারো কামরার মাতৃভূমি স্পেশাল করার দাবিতে অবরোধ চলে হৃদয়পুর এবং দত্তপুকুর স্টেশনেও। হৃদয়পুরে স্টেশনে ইটের আঘাতে মাথা ফাটে মহিলা যাত্রীর। এবার অবরোধ চলছে বিরাটি স্টেশনে। অবরোধের জেরে নাকাল হন নিত্যযাত্রীরা। গত সোমবার মাতৃভূমিতে তিনটি কামরা সাধারণ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় রেল। তারই প্রতিবাদে মহিলা যাত্রীরা বিক্ষোভের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় খড়দহ স্টেশন চত্বরে। তার দুদিন কাটতে না কাটতেই এবার বারো কামরার দাবিতে বিক্ষোভ।
ওয়েব ডেস্ক: ফের 'মাতৃভূমি' বিতর্ক। কামরা বাড়ানোর দাবিতে শিয়ালদহ বনগাঁ শাখায় দফায় দফায় অবরোধ করছেন মহিলাযাত্রীরা। সকালে বামনগাছিতে রেল অবরোধ করেন মহিলা যাত্রীরা। ঘণ্টাখানেকেরও বেশি সময় পড়ে বামনগাছির অবরোধ উঠে যায়। নয় কামরার বদলে বারো কামরার মাতৃভূমি স্পেশাল করার দাবিতে অবরোধ চলে হৃদয়পুর এবং দত্তপুকুর স্টেশনেও। হৃদয়পুরে স্টেশনে ইটের আঘাতে মাথা ফাটে মহিলা যাত্রীর। এবার অবরোধ চলছে বিরাটি স্টেশনে। অবরোধের জেরে নাকাল হন নিত্যযাত্রীরা। গত সোমবার মাতৃভূমিতে তিনটি কামরা সাধারণ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় রেল। তারই প্রতিবাদে মহিলা যাত্রীরা বিক্ষোভের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় খড়দহ স্টেশন চত্বরে। তার দুদিন কাটতে না কাটতেই এবার বারো কামরার দাবিতে বিক্ষোভ।
শিয়ালদহ শাখায় মাতৃভূমি স্পেশালকে নয় থেকে বারো কামরার কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে। জানিয়েছেন পূর্ব রেলের সিপিআরও রবি মহাপাত্র।