বিশ্বভারতীর পর কল্যাণী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ হল মিডিয়া
বিশ্বভারতীর পর এবার মিডিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করল কল্যাণী বিশ্ববিদ্যালয়। আজ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নোটিস দিয়ে বিশ্ববিদ্যালয়ে চত্বরে মিডিয়ার প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন। গতকাল ভক্তবালা বিএড কলেজকাণ্ডে অভিযুক্ত ছাত্রনেতা তন্ময় আচার্যকে নিয়েই শারদ উত্সব পালন করল কল্যাণী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁকে রীতিমতো চিঠি পাঠিয়ে ওই উত্সবে আমন্ত্রণ জানানো হয়।
কল্যাণী: বিশ্বভারতীর পর এবার মিডিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করল কল্যাণী বিশ্ববিদ্যালয়। আজ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নোটিস দিয়ে বিশ্ববিদ্যালয়ে চত্বরে মিডিয়ার প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন। গতকাল ভক্তবালা বিএড কলেজকাণ্ডে অভিযুক্ত ছাত্রনেতা তন্ময় আচার্যকে নিয়েই শারদ উত্সব পালন করল কল্যাণী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁকে রীতিমতো চিঠি পাঠিয়ে ওই উত্সবে আমন্ত্রণ জানানো হয়।
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রতনলাল হাংলুও গতকাল তাঁর সঙ্গে একই মঞ্চে ছিলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত চিত্রশিল্পী শুভাপ্রসন্নকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানাতেও দেখা যায় অভিযুক্ত ওই ছাত্রনেতাকে। মিডিয়ায় সেই ছবি প্রকাশ্য আসার পরই বিতর্কের ঝড় ওঠে। এরপরই আজ সকালে নোটিস দেন উপাচার্য।