মেমারির বাজি কারখানায় বিস্ফোরণ, জখম ১ শিশু
ভয়াবহ দুর্ঘটনা হল মেমারির একটি বাজি কারখানায়। বাজি তৈরির সরঞ্জামে হঠাত্ই আগুন লেগে যায়। আর তার ফলে ঘটে যায় বিস্ফোরন। তবে বিস্ফোরনে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
![মেমারির বাজি কারখানায় বিস্ফোরণ, জখম ১ শিশু মেমারির বাজি কারখানায় বিস্ফোরণ, জখম ১ শিশু](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/03/16/51583-fireworks-16-3-16.jpg)
ওয়েব ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা হল মেমারির একটি বাজি কারখানায়। বাজি তৈরির সরঞ্জামে হঠাত্ই আগুন লেগে যায়। আর তার ফলে ঘটে যায় বিস্ফোরন। তবে বিস্ফোরনে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
সূত্র থেকে জানা গিয়েছে, বর্ধমানের মেমারির একটি বাজি তৈরির কারখানায় ঘটে এই বিস্ফোরণ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মেমারির কাঁটাডাঙ্গার ওই কারখানায় বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল বাড়ির চাল উড়ে যায়। ঘটনায় এক শিশুকন্যা জখম হয়েছে। ওই বাজি কারখানা থেকে উদ্ধার হয়েছে ১৫০ বস্তা শব্দ বাজি ও ১৪ বস্তা বাজি তৈরির সরঞ্জাম। এ ঘটনায় চারজনকে আটক করেছে মেমারি থানার পুলিস।