এখনও `নেই রাজ্যে` পুরুলিয়া সদর হাসপাতাল

রাজ্যের স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা আরও একবার সামনে উঠে এলো। পুরুলিয়া বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের হাল এমনটাই। দেবেন মাহাতো সদর হাসাপাতালে দীর্ঘদিন ধরেই অমিল ভিটামিন এ অয়েল।

Updated By: Dec 25, 2011, 07:57 PM IST

রাজ্যের স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা আরও একবার সামনে উঠে এলো। পুরুলিয়া বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের হাল এমনটাই। দেবেন মাহাতো সদর হাসাপাতালে দীর্ঘদিন ধরেই অমিল ভিটামিন এ অয়েল। শিশুদের জন্য অতি প্রয়োজনীয় এই তেল না থাকায় ক্ষোভ বাড়ছে।  শিশুদের জন্য বরাদ্দ আয়রন ট্যাবলেটও নেই। গত পাঁচ মাস ধরে এইরকম পরিস্থিতি চলে আসছে জেলার সরকারি হাসপাতালে। পুরুলিয়া জেলার সদর হাসপাতাল দেবেন মাহাত সদর হাসপাতাল। নামেই সদর হাসপাতাল, কিন্তু নেই প্রয়োজনীয় প্রতিষেধক। প্রয়োজনীয় ওষুধের অভাবে প্রতিদিন ফিরে যেতে হচ্ছে দূর দূরান্তের বহু রোগীকে।
গত পাঁচ মাস ধরে অভাব রয়েছে শিশুদের জন্য প্রয়োজনীয় ভিটামিন-এ অয়েলেরও। সব মিলিয়ে চরম দুর্ভোগে রোগীরা।
ভিটামিন-এ ই শুধু নয়। অভাব রয়েছে শিশুদের প্রয়োজনীয় আয়রন ট্যাবলেটেরও। নেই অন্তঃসত্ত্বা পরীক্ষার জন্য সরকার যে কিট সরবরাহ করে থাকে, তাও নেই দীর্ঘদিন ধরেই। সব মিলিয়ে রাজ্যের ধুঁকতে থাকা স্বাস্থ্য পরিকাঠামোর বেআব্রু চেহারা আরও একবার স্পষ্ট হল।

.