শিক্ষাঙ্গনের নৈরাজ্যে এ বার যোগ দিলেন রাজ্যের মন্ত্রী, অধ্যক্ষকে মাটিতে ফেলে মারার অভিযোগ পর্যটনমন্ত্রীর বিরুদ্ধে

ফের শিক্ষাঙ্গনে নৈরাজ্য। অভিযোগ এবার খোদ রাজ্যের পর্যটনমন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর বিরুদ্ধে। অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে মাটিতে ফেলে পিটিয়েছেন তিনি। তাও জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং মালদা মেডিক্যালের অন্য অফিসারদের সামনেই। আর সেই খবর সংগ্রহ করতে গিয়ে পর্যটনমন্ত্রীর হুমকির মুখে পড়লেন চব্বিশ ঘণ্টার প্রতিনিধি।

Updated By: Sep 29, 2013, 09:32 PM IST

ফের শিক্ষাঙ্গনে নৈরাজ্য। অভিযোগ এবার খোদ রাজ্যের পর্যটনমন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর বিরুদ্ধে। অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে মাটিতে ফেলে পিটিয়েছেন তিনি। তাও জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং মালদা মেডিক্যালের অন্য অফিসারদের সামনেই। আর সেই খবর সংগ্রহ করতে গিয়ে পর্যটনমন্ত্রীর হুমকির মুখে পড়লেন চব্বিশ ঘণ্টার প্রতিনিধি।
খবর পেয়ে মালদা মেডিক্যাল কলেজে পৌঁছন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আবু হাসেম খান চৌধুরী। তাঁর কাছে গোটা ঘটনাটি জানান অধ্যক্ষ। কিন্তু, আতঙ্কে এখনও পর্যন্ত পুলিসে কোনও অভিযোগই জানাতে পারেননি তিনি। খবর পেয়ে তাঁর সঙ্গে কথা বলতে যান সিপিআইএম নেতা মহম্মদ সেলিম। 

.