বামেদের সূর্যাস্তের পর তৃণমূল যেন গভীর রাত: মোদী
রাজ্যে চতুর্থ দফার ভোট। খুন, বোমাবাজি, বিক্ষিপ্ত অশান্তি, সন্ত্রাসের আবহে ভোট, অভিযোগ বিরোধীদের। এরই মধ্যে রাজ্যে বিজেপির প্রচারে দেশের প্রধানমন্ত্রী। স্বল্প সময়ের ভাষণে প্রথম থেকেই তৃণমূল কংগ্রেসকে নিশানা করছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর নিশানায় তৃণমূল সরকার তো ছিলই, বাদ পড়েননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও।
বসিরহাট: রাজ্যে চতুর্থ দফার ভোট। খুন, বোমাবাজি, বিক্ষিপ্ত অশান্তি, সন্ত্রাসের আবহে ভোট, অভিযোগ বিরোধীদের। এরই মধ্যে রাজ্যে বিজেপির প্রচারে দেশের প্রধানমন্ত্রী। স্বল্প সময়ের ভাষণে প্রথম থেকেই তৃণমূল কংগ্রেসকে নিশানা করছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর নিশানায় তৃণমূল সরকার তো ছিলই, বাদ পড়েননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও।
এদিন নরেন্দ্র মোদী বলেন, "বামেদের সূর্যাস্তের পর তৃণমূল যেন গভীর রাত। বাংলার যুবকরা বেকার। শিল্প হচ্ছে না।"
সারদা বিতর্ককে উস্কে দিয়ে নরেন্দ্র মোদী বলেন, "সবাই এখন জেনে গিয়েছে সারদার টাকা কে নিয়েছে"। বসিরহাট কেন্দ্রে প্রচারে এসে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন মোদী, বলেন, " বসিরহাটের উন্নয়ন চান না দিদি। ওনার সমস্যা আছে। আমাদের মাত্র একজন বিধায়ক, তবুও আমাদের কাজ নিয়ে প্রশ্ন। সরকার তো তৃণমূলের, তাঁদের প্রশ্ন করতে হবে, ওরা কি উন্নয়ন করল?"