বার্লাকে পাশে নিয়ে ফের তাল ঠুকছে মোর্চা

রাজ্যসভা নির্বাচনে অংশগ্রহণ করবে না মোর্চা। রবিবার একথা জানিয়েছেন মোর্চা সুপ্রিমো বিমল গুরুং। রাজ্যসভায় প্রার্থী দিতে চেয়ে তৃণমূলের কাছে সমর্থন চেয়েছিল মোর্চা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাতে রাজি না-হওয়ায় রাজ্যসভা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন বিমল গুরুংরা।

Updated By: Mar 18, 2012, 05:13 PM IST

রাজ্যসভা নির্বাচনে অংশগ্রহণ করবে না মোর্চা। রবিবার একথা জানিয়েছেন মোর্চা সুপ্রিমো বিমল গুরুং। রাজ্যসভায় প্রার্থী দিতে চেয়ে তৃণমূলের কাছে সমর্থন চেয়েছিল মোর্চা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাতে রাজি না-হওয়ায় রাজ্যসভা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন বিমল গুরুংরা।
ওদিকে জিটিএ নিয়ে ফের আন্দোলনে নামতে চলেছে গোর্খা জনমুক্তি মোর্চা। এই লক্ষ্যে তারা পাশে পাচ্ছে আদিবাসী বিকাশ পরিষদের বহিষ্কৃত নেতা জন বার্লা ও তাঁর অনুগামীদের। মংপুতে মোর্চা নেতৃত্বের সঙ্গে আদিবাসী বিকাশ পরিষদের বহিষ্কৃত নেতাদের বৈঠকে আন্দোলনের যৌথ কর্মসূচি স্থির হয়েছে।
জিটিএ-র নির্বাচন স্থগিত রাখা ও জিটিএ-এর আওতায় তরাই ও ডুয়ার্সের অন্তর্ভুক্তি। এই দুই দাবি নিয়ে ফের আন্দোলনে নামছে গোর্খা জনমুক্তি মোর্চা। আন্দোলন কর্মসূচিতে তাদের সঙ্গে সামিল হচ্ছে আদিবাসী বিকাশ পরিষদের বিতাড়িত নেতা জন বার্লা ও তাঁর অনুগামীরা। মংপুতে জন বার্লা গোষ্ঠী ও মোর্চা নেতাদের বৈঠকে যৌথ আন্দোলনের কর্মসূচি স্থির হয়েছে। ৭ এপ্রিল মংপু থেকে ডুয়ার্সের নাগরাকাটা পর্যন্ত পদযাত্রা করবে মোর্চা। ১৮ এপ্রিল নাগরাকাটায় একটি জনসভা করবে মোর্চা। ২২ এপ্রিল জিটিএতে তরাই-ডুয়ার্সের অন্তর্ভুক্তির দাবিতে নাগরাকাটা থেকে কলকাতার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করবে মোর্চা। ফলে ফের তরাই-ডুয়ার্স ও সমতলের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন এলাকার সাধারণ মানুষ।
তবে দাবি আদায়ে আর ধর্মঘটের পথে যাচ্ছে না মোর্চা নেতৃত্ব। তাদের ঘোষিত আন্দোলন কর্মসূচিতে কোথাও ধর্মঘটের কথাও বলা হয়নি।

.