বিরোধী দল, জনতার বিক্ষোভ আটকাতে নবান্ন ঘিরে ১৪৪ ধারার কঠিন বলয়
বিক্ষোভ আন্দোলনের ঢেউ আর সহজে পৌছতে পারবে না নবান্ন পর্যন্ত। কারণ, রাজ্যের মুখ্য প্রশাসনিক কার্যালয়ের চারপাশের ১৪৪ ধারার কঠোর বলয়। সম্প্রতি বিভিন্ন ইস্যুতে কংগ্রেস সহ কয়েকটি দল নবান্নর সামনে বিক্ষোভ দেখিয়েছিল। এরপরই ১৪৪ ধারার পরিধি এক ধাক্কায় বেশ খানিকটা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল প্রশাসন।
২০.১০.২০১৪
নবান্নের সামনে অ্যাবেকার আন্দোলন
২২.১০.২০১৪
নবান্নের সামনে কংগ্রেসের বিক্ষোভ দেখায় অধীর চৌধুরীর নেতৃত্বে
নবান্নের ভিতরে-বাইরে কোনওরকম আন্দোলন-বিক্ষোভ-মিছিল আগেই বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। গত বছর মুখ্যসচিব সঞ্জয় মিত্র এক নির্দেশিকা জারি করেন। তাতে বলা হয়েছিল, নবান্নের ভিতরে কিংবা বাইরে বিক্ষোভ দেখানো যাবে না। এরপরই নবান্নের চারপাশে ১৪৪ ধারা জারি হয়। নজরদারিও বাড়ানো হয়। কিন্তু গত ২০ এবং ২২ অক্টোবর নবান্ন অভিযান এবং বিক্ষোভ-প্রতিবাদের জেরে এবার নতুন আরও একটি সিদ্ধান্ত নিল সরকার। স্বরাষ্ট্র দফতরের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, নবান্নকে ঘিরে ১৪৪ ধারার পরিধি আরও বাড়ানো হচ্ছে। মন্দিরতলা,কাজিপাড়া, আটান্ন নম্বর পুরনো বাসস্ট্যান্ড এবং দ্বিতীয় হুগলি সেতু পর্যন্ত জারি থাকবে ১৪৪ ধারা। গত ২৮ অক্টোবর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে। ফলে এবার থেকে আরও আঁটোসাঁটো হচ্ছে নবান্নের নিরাপত্তা।