দুর্ঘটনা এড়াল দার্জিলিং মেল

অল্পের জন্য রক্ষা পেল শিয়ালদহমুখী ডাউন দার্জিলিং মেল। নিউ জলাপাইগুড়ি(এনজেপি) স্টেশন থেকেই ট্রেনের একটি কামরার হোসপাইপ খোলা ছিল। পথে বিকট শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

Updated By: Apr 18, 2012, 10:10 AM IST

অল্পের জন্য রক্ষা পেল শিয়ালদহমুখী ডাউন দার্জিলিং মেল। নিউ জলাপাইগুড়ি(এনজেপি) স্টেশন থেকেই ট্রেনের একটি কামরার হোসপাইপ খোলা ছিল। পথে বিকট শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। হোসপাইপ খোলা অবস্থায় ব্রেক কষলে ঘটতে পারত দুর্ঘটনা। হোসপাইপ খোলা রয়েছে বুঝতে পেরে ট্রেনের গতি কমিয়ে আনেন চালক। এনজেপি থেকে ওল্ড মালদহ, ৩০০ কিলোমিটারের বেশি রাস্তা ঝুঁকি নিয়ে ট্রেন চালান তিনি। ওল্ড মালদহ স্টেশনে পৌঁছলে ধরা পড়ে ত্রুটি। রেল মন্ত্রকের দায়িত্ব নিয়েই মুকুল রায় যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। কিন্তু সাম্প্রতিককালে বেশ কয়েকটি ঘটনায় রেলের রক্ষণাবেক্ষণের ত্রুটির অভিযোগ সামনে এসেছে।

.